আজ, ২৬ জুলাই। ঐতিহাসিক কার্গিল দিবস। ১৯৯৯ সালের এই দিনে প্রতিবেশি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনাবাহিনী। এই জয়ের পিছনের ভারত মায়ের অনেক বীর সন্তানের বলিদান রয়েছে। সেদিন দেশকে সুরক্ষিত করেছিলেন ভারতের সাহসী বীর সেনানিরা।
আরও পড়ুন-বাংলাভাগ : গর্জে উঠল উত্তরবঙ্গ
দেশ মাতৃকার সেই শহিদ বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার কার্গিল দিবসে ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি সম্মান জানাই সেই নায়কদের, যাঁরা তাঁদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে দেশকে সুরক্ষিত করেছিলেন।”
On Kargil Vijay Diwas, I salute the heroes who made the supreme sacrifice to protect our country.
India will forever remain indebted to the bravehearts.
— Mamata Banerjee (@MamataOfficial) July 26, 2021