বাংলাভাগ : গর্জে উঠল উত্তরবঙ্গ

Must read

বিজেপির বাংলা-ভাগের চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠল উত্তরবঙ্গ । দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিল, বাংলা-বিভাজন কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না। ‘বাংলা পক্ষ’ নামে এক সংগঠন সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় জানাল, দার্জিলিং বাংলার মুকুট, দার্জিলিং-সহ উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করে দেওয়ার কেন্দ্রের বিজেপি সরকারের যাবতীয় চক্রান্ত বাংলার মানুষ রুখে দেবে।

আরও পড়ুন: বাংলা থেকে ফ্যাসিস্ট বিজেপির বিদায় যাত্রা শুরু

সংগঠনের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সংবাদদাতাদের জানিয়েছেন, বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার নেতৃত্বে উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার জন্য মোদি-অমিত শাহরা উঠে পড়ে লেগেছে। তিনি উত্তরবঙ্গ-সহ বাংলার সমস্ত মানুষকে এই হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আহ্বান করেছেন। তাঁর প্রশ্ন, বিহার বিহারিদের, পাঞ্জাব পাঞ্জাবিদের তবে বাংলার সঙ্গে এই দ্বিচারিতা কেন।

Latest article