প্রতিবেদন : দেশে লোকসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে। সরকার, বিরোধী— সব পক্ষই কৌশল সাজাতে ব্যস্ত। লোকসভা নির্বাচন কবে হবে তা নিয়ে তুঙ্গে জল্পনা। পরীক্ষা এবং আইপিএলের মাঝে যখন নির্বাচনের সূচি নিয়ে জলঘোলা হচ্ছে, তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একদফায় নির্বাচনের ঘোষণা! জাতীয় নির্বাচন কমিশনের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেখানে জানানো হয়, আগামী ১৯ এপ্রিল একদফায় লোকসভা ভোটগ্রহণ এবং ২২ মে ফল ঘোষণা হবে। এরপরই বিষয়টি নিয়ে মুখ খুলেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। জানিয়ে দিয়েছে, সম্পূর্ণ ভুয়ো পোস্ট এটি। আদৌ এরকম কোনও নির্ঘণ্ট কমিশনের তরফে প্রকাশ করা হয়নি। ভাইরাল মেসেজে লেখা হয়, মার্চ মাসের ১২ তারিখ ভোট ঘোষণা করা হবে এবং ১৯ এপ্রিল গোটা দেশে এক দফাতেই ভোট হবে। ঝড়ের গতিতে বহু মানুষের হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে এই মেসেজ। বিভ্রান্তি তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। এরপরই নির্বাচন কমিশন (Election Commission of India) স্পষ্ট জানিয়ে দিল, ভোট ঘোষণা সাংবাদিক বৈঠকের মাধ্যমেই করা হয়। কোনও সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ভোটের দিন জানানো হয় না। ভাইরাল বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো। তবে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি কমিশনের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সরকারি আমলাদের বদলির ক্ষেত্রে আরও কড়া হওয়ার কথা জানানো হয়েছে। আগামী ৪ মার্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। মার্চের দ্বিতীয় সপ্তাহেই সম্ভবত ভোটের তারিখ ঘোষণা হতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের এক্স হ্যান্ডেল থেকে এরকম বিভ্রান্তিকর পোস্ট কীভাবে প্রচারিত হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আরও পড়ুন- বাংলার ‘সীতা-আকবর’ সিংহবিতর্কে সাসপেন্ড ত্রিপুরার অফিসার