ছড়া, প্রকল্প নিয়ে দেওয়াল লিখনে এগিয়ে তৃণমূল

Must read

সংবাদদাতা, নলহাটি : নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। প্রার্থীর নামও ঘোষণা হয়নি। ২০২৪ লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ার আগেই রবিবার সকাল থেকে নলহাটি ২ ব্লকের বারা পঞ্চায়েতের গ্রামে ও পাড়ায় পাড়ায় কোথাও ছড়া, কোথাও প্রকল্পের নামে শুরু হয়ে গেল তৃণমূলের (Trinamool Congress) দেওয়াল লিখন। দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের ভাতার টাকা বাড়ানো-সহ কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু সহ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা। কোথাও আবার দেওয়াল লেখায় তুলে ধরা হচ্ছে বিজেপি-শাসিত কেন্দ্র সরকারের রান্নার গ্যাসের মুল্যবৃদ্ধি নিয়ে নানা ছড়া। দেওয়াল লিখনে হাত লাগালেন ব্লক তৃণমূলের ফাইভ ম্যান কমিটির সদস্য জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানা-সহ এলাকার নেতা-কর্মীরা। লোকসভা ভোটের দেওয়াল লিখনের দৌড়ে বিরোধী দলগুলোকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে থাকল তৃণমূল (Trinamool Congress)।

আরও পড়ুন- ভুয়ো ভোটসূচি ভাইরাল, সতর্ক করল কমিশন

Latest article