বেসরকারি হাসপাতালে নামের সঙ্গে রিসার্চ শব্দটি রাখা নিয়ে জারি নির্দেশিকা

Must read

এবার থেকে বেসরকারি হাসপাতালে (Private Hospitals) নামের সঙ্গে রিসার্চ শব্দটি রাখলে গবেষণার প্রমান দেখাতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে। একাংশের বেসরকারি হাসপাতালের গবেষণার নামে অনুদানের টাকা নয় ছয় রুখতে এই পদক্ষেপ বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি দফতরের তরফে এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, প্রতিষ্ঠান সক্রিয় গবেষণার সঙ্গে যুক্ত কি না, হাসপাতালে গবেষণার জন্য যোগ্য লোক কি না, তার বিস্তারিত প্রমাণ পেশ করতে হবে। অন্যথায় তাদের লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না।

ক্লিনিক‍্যাল এস্টাব্লিশমেন্ট বিধির নির্দিষ্ট ধারাকে উদ্ধৃত করে বলা হয়েছে, লাইসেন্সিং অথরিটির অনুমতি ছাড়া কোনও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান তাদের নামে রিসার্চ শব্দটি ব্যবহার করতে পারবে না। রিসার্চ শব্দটি ব্যবহার করতে হলে চিকিৎসা গবেষণা সংক্রান্ত বিস্তারিত নথি জমা দিতে হবে লাইসেন্সিং অথরিটিকে।
পাশাপাশি, স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, গবেষণার জন্য আইসিএমআর বা কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান অনুদান মিলেছে কিনা, মিললে গবেষণা শেষের পর অনুদান ব্যবহারের শংসাপত্র জমা দেওয়া হয়েছে কিনা, সেই সংক্রান্ত নথিও পেশ করতে হবে। এই মুহূর্তে শুধুমাত্র কলকাতা এবং সংলগ্ন এলাকায় কুড়িটিরও বেশি এইরকম বেসরকারি (Private Hospitals) চিকিৎসা প্রতিষ্ঠান আছে, যাদের নামের সঙ্গে রিসার্চ শব্দটি যুক্ত আছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ছড়া, প্রকল্প নিয়ে দেওয়াল লিখনে এগিয়ে তৃণমূল

স্বাস্থ্য ভবনের সার্কুলারে বলা হয়েছে, কোনও বেসরকারি চিকিৎসা সংস্থাকে রিসার্চ ইন্সটিটিউট তকমা পেতে এবং সেই তকমা ধরে রাখতে হলে –
১) প্রতিষ্ঠানকে সক্রিয় গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে
২) হাসপাতালের নিজস্ব বৈধ এথিক্স কমিটি থাকতে হবে
৩) হাসপাতালে যোগ্য লোক থাকতে হবে গবেষণার জন্য
৪) থাকতে হবে হাসপাতালের আলাদা গবেষণা বিভাগ।
৫) গবেষণা সংক্রান্ত তথ্য কোন জার্নালে প্রকাশিত হয়েছে, জমা দিতে হবে তার নথি
৬) গবেষণার বিষয়ের ওপর intellectual property right চেয়ে হাসপাতাল যে আবেদন করেছে তার নথি লাগবে
৭) গবেষণার বিষয়বস্তুর ওপরে পেটেন্ট পাওয়া গিয়েছে কিনা, বা পেটেন্টের জন্য আবেদন করা হয়েছে কিনা- লাগবে সেই নথিও
৮) লাগবে, প্রতিষ্ঠানে PHDএবং Mphil পড়ানো হয় কিনা সেই সংক্রান্ত অনুমোদনের নথি
৯) প্রতিষ্ঠান কোনও গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত কিনা তাও জানাতে হবে

Latest article