শুরুর দু’ঘণ্টা আগে বাতিল আইএসসি-র কেমিস্ট্রি পরীক্ষা

Must read

পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে বাতিল হয়ে গেল আইএসসি-র (ISC) কেমিস্ট্রি পরীক্ষা। সোমবার দুপুর ২টো থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করে দেন সিআইএসসিই বোর্ড। সোমবার স্বভাবতই পরীক্ষা দিতে এসে দেশ জুড়ে হয়রান দ্বাদশের পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁসের ঘটনার জেরে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বলে আইএসসি সূত্রে জানা গিয়েছে।

সোমবার বেলা ২টো থেকে ছিল আইএসসি (ISC) দ্বাদশের কেমিস্ট্রির প্রথম পত্রের পরীক্ষা। বেলা ১০টা নাগাদ পরীক্ষাকেন্দ্রগুলির প্রধানদের কাছে বিজ্ঞপ্তি পৌঁছায় আইএসসি-র তরফে। এমনকি স্কুলগুলিকেও পরীক্ষা বন্ধের নির্দেশ দিতে পারেনি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন। ফলে অনেক পরীক্ষার্থীই পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পর জানতে পারেন পরীক্ষা বাতিলের বিষয়টি।

আরও পড়ুন- বেসরকারি হাসপাতালে নামের সঙ্গে রিসার্চ শব্দটি রাখা নিয়ে জারি নির্দেশিকা

সম্প্রতি একাধিকবার স্কুলস্তর থেকে চাকরির পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁসের একাধিক উদাহরণ সামনে এসেছে। এই রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও রাজ্যের নতুন প্রযুক্তিতে প্রশ্ন তৈরি হওয়ার কারণে প্রশ্ন ফাঁস করা পরীক্ষার্থীদের কিছুক্ষণের মধ্যেই চিহ্নিত করা ও পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে আইএসআই পরীক্ষার ক্ষেত্রে সেরকম হল না। আইএসআই-র তরফে জানানো হয়েছে অপ্রত্যাশিত কারণে পরীক্ষা বাতিল। কেমিস্ট্রি প্রথম পত্রের পরীক্ষা আবার ২১ মার্চ বেলা ২টোর সময় নির্ধারিত হয়েছে।

Latest article