সুনীতা সিং, পূর্বস্থলী: বিশেষভাবে সক্ষম মা-সহ ছয় সদস্যের পরিবারের হাল ধরতে মুখ্যমন্ত্রীর আনা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ঋণ নিয়ে শুরু করা ব্যবসায় সচ্ছলতার চাকা ঘুরতে শুরু করেছে পূর্বস্থলীর আনন্দ মণ্ডলের। ২ লক্ষ টাকা ঋণ নিয়ে শুরু করা ব্যবসার দৌলতে তাঁর পরিবার স্বনির্ভর।
আরও পড়ুন-তমলুকে সমবায় নির্বাচনে তৃণমূল পেল ৪৩, বিরোধী ০
সংসার চালাতে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন আনন্দ। করোনাকালে লকডাউনে ফিরে আসতে হয়। এরপর কাজের সন্ধানে বেরিয়ে ব্লকে যোগাযোগ করতেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের কথা জানতে পারেন। স্ত্রী গীতার সঙ্গে আলোচনা করে আবেদন করেন। ২ লক্ষ টাকা ঋণ নিয়ে বিদ্যানগর মোড়ে শুরু করেন ব্যবসা। সকালে চা ও টিফিন, দুপুরে হোটেল ও রাতে রুটি, তড়কা, সবজি বিক্রি। প্রতিদিন বিক্রিবাটাও ভাল। মায়ের চিকিৎসা, ওষুধ, বাচ্চাদের পড়াশোনার খরচ— এসব নিয়ে আর ভাবতে হয় না। পাশাপাশি মা ও স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায়। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পাশে পেয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথকে। সোমবারই দোকানে যান স্বপন। জানান, শুধু কুৎসা বা বিভেদের রাজনীতিতে রাজ্য সরকার বিশ্বাস করে না। বাংলাকে প্রতিনিয়ত বঞ্চনা করে চলেছে কেন্দ্র। তৎসত্ত্বেও মুখমন্ত্রী রাজ্যের প্রতিটি মানুষের কথা ভেবে একের পর এক জনকল্যাণকর প্রকল্প নিয়ে চলেছে। যার অন্যতম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। জেলায় বহু মানুষ এই প্রকল্পে প্রভূত উপকৃত। আনন্দও তাঁদের মধ্যে একজন। ওঁকে আরও উৎসাহ দিতেই দোকানে আসা।