কন্যাদায়গ্রস্ত মায়ের পাশে দাঁড়ালেন আমবাড়ির রেঞ্জার

সেই খবর জানতে পেরে সোমবার বিয়ের দিন সাহায্যের জন্য এগিয়ে আসেন আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগির হক ও সমাজসেবী দেবাশিস সর্দার।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : বিয়ের ঠিক হয়েছে মেয়ের। কিন্তু পরিচারিকার কাজ করে নুন আনতে পান্তা ফুরনোর সংসারে কীভাবে সব আয়োজন করবেন! এই ভেবে যখন চিন্তায় রাতের ঘুম উড়েছে মায়ের তখনই পাশে দাঁড়ালেন আমবাড়ির রেঞ্জার আলমগির হক। সোমবার আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগির হক ওই বাড়িতে গিয়ে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন।

আরও পড়ুন-ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে স্বনির্ভর আনন্দ

রেঞ্জারের পাশাপাশি আরও এক সমাজসেবী দেবাশিস সর্দার সেই পরিবারটিকে আর্থিক সাহায্য করেন। জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি মহামায়া কলোনির বাসিন্দা ঝরনা সিদ্ধা তাঁর এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন। ঝরনাদেবী পরিচারিকার কাজ করে সংসার চালান। কিছুদিন আগেই মেয়ের বিয়ে ঠিক হয়। কিন্তু কী করে বিয়ের সমস্ত আয়োজন করে উঠবেন তা ভেবেই রাতের ঘুম উড়ে যায় ঝরনাদেবীর। এলাকায় চাঁদা তুলে কিছু অর্থ জোগাড়ের চেষ্টা করলেও তা অতি সামান্য। সেই খবর জানতে পেরে সোমবার বিয়ের দিন সাহায্যের জন্য এগিয়ে আসেন আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগির হক ও সমাজসেবী দেবাশিস সর্দার। তাঁরা কিছু আর্থিক সাহায্য তুলে দেন। সহায়তা পেয়ে রেঞ্জার আলমগির হক ও সমাজসেবী দেবাশিস সর্দারকে ধন্যবাদ জানিয়েছেন ঝরনাদেবী ও স্থানীয় বাসিন্দারা।

Latest article