প্রতিবেদন : বৃহস্পতিবার নির্বিঘ্নে শেষ হল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী বছর পরীক্ষা শুরু হবে ৩ মার্চ থেকে। শেষ হবে ১৮ মার্চ। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আগামী বছর পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। চলবে ১.১৫টা পর্যন্ত। এই বছর পরীক্ষা শুরু হয়েছিল ৯.৪৫টা থেকে। অন্যদিকে, অন্যান্যবার পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই ফল প্রকাশ হয়ে থাকে।
আরও পড়ুন-রাজ্যে প্রথম, উন্নয়নের খতিয়ান পেশ পূর্ব বর্ধমান জেলা পরিষদের
তবে এবার ফল প্রকাশ আগেই হতে পারে বলে জানিয়েছেন চিরঞ্জীববাবু। তিনি জানান, যেহেতু এই বছর অনলাইনে নম্বর জমা দেওয়ার বিষয়টি চালু করা হয়েছে, তাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। পরীক্ষার শেষ দিনেও দুটি মোবাইল ফোন ধরা পড়েছে। এই নিয়ে চলতি পরীক্ষায় মোট ৪১টি মোবাইল ধরা পড়ল। যাদের কাছ থেকে মোবাইল পাওয়া গিয়েছে সেই পরীক্ষার্থীদের সকলের পরীক্ষা এই বছরের মতো বাতিল করা হয়েছে।