১০০ দিনের টাকা পাওয়ায় খুশিতে বঞ্চিতরা

এদিন সকালে মগরা ব্লকের দেবানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধরকে মিষ্টিমুখ করালেন বকেয়া টাকা পাওয়া শ্রমিকরা।

Must read

প্রতিবেদন : একমাস আগেই বৃহস্পতিবার সকাল থেকে অকাল হোলিতে মাতল হুগলির বিভিন্ন ব্লকের ১০০ দিনের কাজের বঞ্চিতরা। আরামবাগ থেকে তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর নালিকুল, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, ধনেখালি, সর্বত্র দেখা গেছে এক ছবি। এদিন সকালে মগরা ব্লকের দেবানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধরকে মিষ্টিমুখ করালেন বকেয়া টাকা পাওয়া শ্রমিকরা।

আরও পড়ুন-আগামী বছর ৩ মার্চ শুরু উচ্চমাধ্যমিক

বুধবার থেকেই থেকেই ঢুকেছে বঞ্চিত শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কেউ পেয়েছেন পাঁচ হাজার, কেউ বা সাত হাজার, কেউ বা দশ হাজার, সকলেই আনন্দে আত্মহারা। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার গরিব মানুষদের কাজ করিয়ে গত দু’বছর ধরে টাকা আটকে রেখে আমাদের ভাতে মেরেছে। কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নিদারুণ কষ্টের কথা অনুধাবন করে পাশে এসে দাঁড়িয়েছেন। দুই সপ্তাহ আগেই তিনি ঘোষণা করেছিলেন যে সমস্ত বঞ্চিত শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, তাদের রাজ্য সরকার নিজেদের ফান্ড থেকে টাকা দিয়ে দেবে। সেইমতো রাজ্য প্রশাসনের কর্তারা যুদ্ধকালীন তৎপরতায় অক্লান্ত পরিশ্রম করে ব্লকে ব্লকে কন্ট্রোল রুম খুলে প্রকৃত যে সমস্ত বঞ্চিত শ্রমিকরা কাজ করে ছিলেন তাঁদের চিহ্নিত করে টাকার হিসাব করে পাওনা টাকা তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন। এদিন সকাল থেকে তাই তাঁরা সবুজ আবিরে হোলি খেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিয়েছেন। তাঁরা বলছেন, আজ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই এই টাকা পেলাম।

Latest article