প্রতিবেদন: আরও এক নজিরবিহীন পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের। এবার থেকে হেপাটাইটিস বি (Hepatitis B) অথবা সি আক্রান্ত রোগীকে আর হাসপাতালে আসতে হবেনা। বাড়িতে বসেই চিকিৎসা করতে পারবেন তাঁরা। এবার এই অভিনব ব্যবস্থাই নিয়ে এল স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন-ডেকানের সঙ্গে ড্র, শীর্ষেই মহামেডান
এই মারণ রোগ নিয়ন্ত্রণে টেলি মেডিসিন চালু হল রাজ্যে। বাড়ির কাছের হাসপাতাল থেকেই বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারবেন রোগীরা। স্বাস্থ্য ভবনের দাবি দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য এই চিকিৎসা ব্যবস্থা চালু করল। স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম দফায় এসএসকেএমকে নোডাল সেন্টার করে রাজ্যের ৩৭টি হাসপাতালে চিকিৎসা হবে। পরের ধাপে আরও তিনটি হাসপাতালকে যুক্ত করা হবে।