প্রতিবেদন : বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে মাদক মামলায় গ্রেফতার করেছিলেন। পরে জানা যায়, পরিকল্পিতভাবে তারকাপুত্রকে ফাঁসিয়েছেন তিনি। একের পর এক পদক্ষেপের জন্য বারবার সমালোচিত এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। ২০২১ সালের অক্টোবর মাসের পরই থেকেই তাঁকে নিয়ে শুরু হয় জোর চর্চা। পরে এনসিবি কর্তার বিরুদ্ধে শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে তদন্ত করছে সিবিআই। গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল তাঁকে। এবার সেই অভিযুক্ত সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) মুখেই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা। এমনকী ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আসন্ন লোকসভা নির্বাচনে। ইতিমধ্যে সেই সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আর এমন আবহেই এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গুণমুগ্ধ’ ভক্ত এনসিবি কর্তা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) আসন্ন লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা থেকে তুমুল রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। এনসিবি কর্তার মন্তব্য, ভোটের ময়দানে নামব কিনা তা নিয়ে এই মুহূর্তে কোনও উত্তর দিতে পারব না। কে জানে কাল কী হয়! এর পাশাপাশি সমীর বলেন, আমি দেশসেবায় বিশ্বাসী, কিন্তু ভবিষ্যতে কী হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সঠিক সময়ে সবকিছুর উত্তর পাওয়া যাবে। এনসিবি কর্তার এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। সাক্ষাৎকার পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হন সমীর। ছত্রপতি শিবাজির সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করে বিজেপির গুডবুকে নাম তুলিয়েছেন তিনি।
আরও পড়ুন- ১০ দিন পুলিশি হেফাজতের নির্দেশ, দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড