ফের গুজরাতের বিশ্ববিদ্যালয়ে (Gujarat National Law University) হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে। ডবল ইঞ্জিন রাজ্যে ফের লজ্জার ঘটনা। আরও একবার সাধারণ মানুষের সামনে এল বিজেপি শাসিত রাজ্যের নমুনা। ছাত্রদের কন্ঠস্বর দমনের জন্য গুজরাত ন্যাশনাল ল ইউনিভার্সিটির প্রশাসনের প্রচেষ্টায় ঘটেছিল শ্লীলতাহানি, ধর্ষণ, বৈষম্যের মতো ঘটনা। এই ঘটনা প্রকাশ করল ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এরপরই করা সিদ্ধান্ত নিল গুজরাত হাইকোর্ট।
গুজরাত হাইকোর্ট এই হাড়হিম করা ঘটনাকে ‘ভীতিকর’ বলে অভিহত করেছে। আইন বিশ্ববিদ্যালয়ের (Gujarat National Law University) প্রশাসনের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরিচালক এবং অনুষদের পুরুষ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধের তদন্ত চলবে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন- ভয়াবহ আগুন বাংলাদেশে, মৃত ৪৩
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সামাজিক মাধ্যমে এক ছাত্রীকে ধর্ষণ ও এক ছাত্রকে হয়রানির রিপোর্ট করলে গুজরাত হাইকোর্টের নির্দেশে কমিটি এই কাজটি হাতে নেয়। কমিটি ও রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার তারা হাইকোর্টের রোষের সম্মুখীন। কড়া পদক্ষেপ নিল আদালত।