প্রতিবেদন : সর্ববৃহৎ মাদার অ্যান্ড চাইল্ড হাব (Mother and child hub) গড়ে উঠছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ৬০০ বেডের এই হাব গড়ার কাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব গড়ে তুলছেন, তবে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাব হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ ও স্বয়ংসম্পূর্ণ ইউনিট। এই প্রকল্প রূপায়ণে বরাদ্দ করা হয়েছে ৬৪.৩৩ কোটি টাকা।
আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনীর জন্য ব্যাহত পড়াশোনা, কমিশনকে চিঠি দেওয়ার হুঁশিয়ারি ব্রাত্যর
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতরেই মাদার অ্যান্ড চাইল্ড হাবের জন্য তৈরি হচ্ছে ১১তলা বাড়ি। অন্যান্য ক্ষেত্রে মাদার অ্যান্ড চাইল্ড হাবের জন্য যেখানে রাজ্য সরকার কমবেশি ২০ কোটি টাকা বরাদ্দ করেছে, সেখানে ডায়মন্ড হারবারের প্রকল্পের জন্য বরাদ্দ তিনগুণ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এটি। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বাড়তি অর্থ অনুমোদনও করে দিয়েছে। কলকাতা, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ-সহ রাজ্যের ন’টি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব রয়েছে। আরও পাঁচটি জায়গায় করার পরিকল্পনা রয়েছে রাজ্যের। কোথাও ১০০, কোথাও ১৫০, কোথাও আবার ২৫০ শয্যার মাদার অ্যান্ড চাইল্ড হাব হবে। ডায়মন্ডহারবারের প্রকল্পে বেডের সংখ্যা সেখানে ৬০০। এখানে একই ছাদের তলায় মা ও শিশুর সব ধরনের চিকিৎসা হবে। প্রসব থেকে শুরু করে সদ্যোজাতদের জন্য নিকু, পিকু, এসএনসিইউ ছাড়াও জন্মগত ত্রুটির সমস্ত ধরনের চিকিৎসা হবে। থাকবে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টারও। ডায়মন্ডহারবারের মাদার অ্যান্ড চাইল্ড হাবটি এমনভাবেই তৈরি করা হবে, যাতে প্রত্যন্ত এলাকা থেকে এখানে আসার পর আর রেফারের দরকার না পড়ে। সব ধরনের চিকিৎসা বা অস্ত্রোপচারের সুবিধা মিলবে এখানে।