ঝাড়খণ্ডে গণধর্ষণ স্প্যানিশ মহিলাকে, নিন্দার ঝড় দেশজুড়ে

সরাইয়াহাট কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসা চলছে ওই মহিলার। হাঁসদিয়া থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

Must read

প্রতিবেদন : ঝাড়খণ্ডে গণধর্ষণের শিকার হলেন মেগা ট্রিপে ভারতে আসা এক স্প্যানিশ মহিলা। স্বামীর সঙ্গে মোটরবাইকে বিহার যাওয়ার পথে ঝাড়খণ্ডের দুমকায় কুরুমাহাটে শুক্রবার গভীর রাতে এই ঘটে এই ন্যক্কারজনক ঘটনা। নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। সন্ধ্যার অন্ধকার নেমে আসায় কুঞ্জগ্রামে একটি তাঁবুতে বিশ্রামের জন্য আশ্রয় নিয়েছিলেন তাঁরা। সেখানেই হানা দেয় দুষ্কৃতীরা। স্বামীকে মারধর করে বিদেশিনীকে একের পর এক ধর্ষণ করে তারা।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারে হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ মাদার অ্যান্ড চাইল্ড হাব

রাতে পুলিশের টহলদারি বাহিনী রাস্তার ধারে অবিন্যস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই দম্পতিকে। পুলিশই হাসপাতালে নিয়ে যায় তাঁদের। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা সংখ্যায় ছিল ৭। এরমধ্যে ৩ জনকে চিহ্নিত করে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি-তল্লাশি। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে সিট। তদন্তে নেমেছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। এশিয়ায় মেগা ট্রিপে বের হয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন এই স্প্যানিশ দম্পতি। প্রথমে তাঁরা যান পাকিস্তানে। তারপরে বাংলাদেশ হয়ে ভারতে। পরের গন্তব্য ছিল ঝাড়খণ্ড, বিহার হয়ে নেপাল। পথে এই ঘটনা। সরাইয়াহাট কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসা চলছে ওই মহিলার। হাঁসদিয়া থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

Latest article