২০২৩ সালে পর পর রেল দুর্ঘটনায় গোটা দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরী হয়। ওড়িশার বালাসোরের দুর্ঘটনার পর অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে ঘটে মর্মান্তিক এক দুর্ঘটনা। ২০২৩ সালে অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরমে ২৯ অক্টোবর রেল দুর্ঘটনার ৪ মাস বাদে কারণ প্রকাশ্যে আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই রেল দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল, আহতের সংখ্যা ছিল কমপক্ষে ৫০।
আরও পড়ুন-‘বিনা যুদ্ধে তৃণমূলকে উপহার,’ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশে কটাক্ষ দেবাংশুর
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন এই মর্মে বলেন, ‘অন্ধ্র প্রদেশের ঘটনাটি ঘটেছে লোকো পাইলট এবং কো-পাইলট ক্রিকেট ম্যাচটি নিয়ে অন্যমনষ্ক ছিলেন। এখন এমন সিস্টেম ইন্সটল করা হবে যা এই ধরনের কোনও অন্যমনষ্কতাকে শনাক্ত করতে পারে। সেই সিস্টেম ‘নিশ্চিত করতে পারে যে পাইলট এবং সহকারী পাইলটরা ট্রেন চালানোর উপর পুরোপুরি মনোযোগ দিচ্ছেন।’ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। এবার একটি ট্রেনের চালকরা ফোনে ক্রিকেট ম্যাচ দেখছিলেন বলে জানান রেলমন্ত্রী। যদিও এমন পরিস্থিতি রুখতে এবার রেল কড়া হচ্ছে বলেই আশ্বস্ত করেন তিনি।