‘বিনা যুদ্ধে তৃণমূলকে উপহার,’ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশে কটাক্ষ দেবাংশুর

বাংলার আসনে বিজেপি (BJP) কাল প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, যে সাংসদরা ছিলেন তাঁদেরকে আবার প্রার্থী করা হয়েছে।

Must read

বাংলার আসনে বিজেপি (BJP) কাল প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, যে সাংসদরা ছিলেন তাঁদেরকে আবার প্রার্থী করা হয়েছে। আলিপুরদুয়ার আসনে জন বার্লাকে প্রার্থী করা হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই আগের বার জিতেছিলেন সেখানেই বিজেপির তরফে তাঁদের প্রার্থী করা হয়েছে। যদিও বেশ কিছু নতুন মুখ উঠে এসেছে।

আরও পড়ুন-বিধানসভা থেকে গদ্দারকে বহিষ্কারের দাবি শিখ সমাজের

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য তীব্র কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘প্রায় বিনা যুদ্ধে কিছু আসন তৃণমূলকে উপহার দেওয়ার জন্য বিজেপিকে অসংখ্য় ধন্যবাদ। ঠিক একই রকম বিচক্ষণতার সঙ্গে বাকি ২২টাও ঘোষণা করুন। শুভেচ্ছা রইল।’ তৃণমূল কংগ্রেস যদিও এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। আগাম পা ফেলে রাখল গেরুয়া শিবির। অপেক্ষা এখন তৃণমূলের প্রার্থী তালিকায় কারা থাকেন সেটা দেখার।

আরও পড়ুন-বাংলার প্রতি তীব্র বঞ্চনা, মোদির মিথ্যাচারের পাল্টা তোপ তৃণমূলের

রাজনৈতিক মহল মনে করছে, ২০১৯ সালে একাধিক কঠিন আসনেও সহজেই জিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থীরা। কিন্তু বিজেপি সাংসদরা অনেককেই সেভাবে এলাকায় সক্রিয় হয় নি। জনসংযোগও একেবারে তলানিতে। দলের অন্দরে তাঁদের একাংশের বিরুদ্ধে বড় ক্ষোভ রয়েছে। শেষ পর্যন্ত কতগুলি আসনে বিজেপি সুবিধা করতে পারবে সেটা এখন প্রশ্নের মুখে।

Latest article