প্রতিবেদন : মহিলা কর্মীরা রাঁধলেন পায়েস, কাটলেন কেক
বালুরঘাটের বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এভাবেই জন্মদিন পালন করলেন বালুরঘাটের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। কাঁঠালপাড়া, এ কে গোপালন কলোনি, নারায়ণপুর-সহ একাধিক এলাকার মহিলা তৃণমূল কর্মীরা বাড়িতেই পায়েস রেঁধে জন্মদিন পালন করলেন। বয়োজ্যেষ্ঠ মহিলা কর্মীরা শাঁখ বাজিয়ে, উলু দিয়ে অভিষেকের ছবিতে ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করলেন। কাটা হল কেকও। নারায়ণপুর এলাকার এক মহিলা কর্মীর বাড়িতে পায়েস রাঁধেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। ছিলেন সভাপতি পূর্ণিমা দাস। ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করে বৃদ্ধা ভারতী পাল বলেন, ‘‘ভগবানের কাছে প্রার্থনা করেছি, যে কাজে নেমেছে অভিষেক, সেই কাজে যেন সে সফল হয়।’’ প্রদীপ্তা জানিয়েছেন, এটা দলীয় রাজনৈতিক কর্মসূচি নয়। বোল্লা রক্ষাকালী মাতার মন্দিরে অভিষেকের দীর্ঘায়ু কামনা করে পুজো দেন যুব কর্মীরা। ছিলেন অম্বরীশ সরকার, মহেশ পারেখ প্রমুখ।
আরও পড়ুন : নয়া ৩৮ ডগ স্কোয়াড, ২১৬ নয়া অতিথি
আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজোর আয়োজন করে জেলা তৃণমূল যুব কংগ্রেস। রবিবার। অভিষেকের দীর্ঘায়ু কামনায় মদনমোহন মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে নিয়ে পুজো দিলেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী-সহ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বলেন, ‘‘রাজ্যের প্রতিটি মানুষের উন্নয়নের লক্ষ্যে নানাভাবে কাজ করে চলছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গল কামনায় তাঁর ছবি নিয়ে মদনমোহন মন্দিরে পুজো দিলাম আমরা। এদিন তাঁর জন্মদিন উপলক্ষে দুঃস্থ মানুষের খাবারের ব্যবস্থা-সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।’’