প্রতিবেদন : শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার আর্থিক দুর্নীতির অভিযোগ আনলেন মমতাবালা ঠাকুর (Mamata bala Thakur)। তাঁর অভিযোগ, মতুয়া মহাসংঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অবৈধ’ ভাবে জমা পড়েছে কোটি টাকা। তার তথ্যপ্রমাণও রয়েছে। ইতিমধ্যেই ডিজিপি রাজীব কুমারকে চিঠি দিয়েছেন তিনি। এবার প্রধানমন্ত্রীর কাছে ইডি ও সিবিআই তদন্তের দাবি করলেন তিনি।
আরও পড়ুন- বাংলার অনুকরণে দিল্লিতে লক্ষ্মীর ভাণ্ডার!
মমতাবালা ঠাকুর (Mamata bala Thakur) বলেন, মতুয়া মহাসংঘের অ্যাকাউন্টে অবৈধভাবে ১ কোটি ৪৪ লাখ টাকা জমা পড়েছে। আমার মনে হয় এইমসে চাকরি দেওয়ার নাম করে যে টাকা তুলেছে এটা সেই টাকা। এর তদন্ত হওয়া উচিত। ২০১৯ সালে যখন নমিনেশন করেছিল তখন শান্তনুর কত সম্পত্তি ছিল আর এখন কত হয়েছে আপনারা জানেন।
চিঠিতে মমতাবালা লিখেছেন, আইনত ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’ তাঁর অধীনে রয়েছে। প্রয়াত বীণাপাণিদেবী স্বাক্ষর করে তাঁকে সেই দায়িত্ব দিয়ে গিয়েছেন। ‘ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন’ আইন অনুযায়ী তাঁদের যে দফতর রয়েছে তার নির্দিষ্ট ‘প্যান’ অনুযায়ী মতুয়া মহাসংঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আয়-ব্যয়ের হিসেব প্রতি বছর আয়কর রিটার্ন হিসেবে জমা দেন তিনি।