বাংলার অনুকরণে দিল্লিতে লক্ষ্মীর ভাণ্ডার!

Must read

বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে এবার দিল্লিতে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ (Mukhyamantri Mahila Samman Yojana)। সোমবার দিল্লি বিধানসভায় বাজেট পেশ করে আপ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, মহিলাদের জন্য মাসিক ১ হাজার টাকা ভাতা দেওয়া হবে। ২০২৪–২৫ অর্থবর্ষ থেকেই দেওয়া হবে এই টাকা। চলতি বছরের মে মাস থেকেই মহিলারা টাকা পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি চাকরি-পেনশেনভোগীরা এই যোজনার (Mukhyamantri Mahila Samman Yojana) টাকা পাবেন না। একইসঙ্গে আবেদনকারীদের দিল্লির ভোটার হতে হবে। তবেই মিলবে এই টাকা।

২০২৪–২৫ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অতিশি। ৭৬ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে এদিন। ২,৭১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনার জন্য। মহিলাদের স্বনির্ভর করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন অতিশি।

আরও পড়ুন-বাংলায় প্রকল্প নিয়ে ভুয়ো দাবি মোদির! তথ্য দিয়ে ফাঁস করলেন মুখ্যমন্ত্রী

এর আগে ২০২৪ বিধানসভা বাজেট অধিবেশনে নতুন করে মহিলাদের জন্য ভাতার ঘোষণা করে বিজেপি শাসিত রাজস্থান সরকার। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর অনুকরণে ‘লাডলি বেহনা’ যোজনার সাফল্য দেখেছে বিজেপি। তাই রাজস্থান কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়ার পর সেখানে জায়গা পোক্ত করতে মহিলা ভোটে নজর দিয়েছে বিজেপি। অন্যদিকে কর্ণাটকের কংগ্রেস লোকসভা ভোটে নজর রেখে তাদের মহিলা ভাতার পরিমাণ বাংলার সমহারে বাড়িয়েছে। এবার পালা দিল্লির আপ-এর। লোকসভার আগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকাতে পারলেও বাজেটে প্রস্তাব পাশ করে ঘোষণা করে রাখলেন কেজরিওয়াল।

Latest article