সংবাদদাতা, বালুরঘাট : ফের সীমান্তরক্ষীদের ন্যক্কারজনক অত্যাচার। পাচারকারী সন্দেহে আটক করা যুবকের মৃত্যু হল বিএসএফের হেফাজতে থাকাকালীন। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল বালুরঘাটের হিলির পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের চকগোপাল এলাকায়। এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন বিএসএফের শীর্ষকর্তারা। ঠিক কী ঘটেছিল? শনিবার এক ব্যক্তিকে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল এলাকা থেকে আটক করে বিএসএফ-এর ১৩৭নং ব্যাটেলিয়নের জওয়ানরা।
আরও পড়ুন-পুরাতন মালদহে ৬ সুস্বাস্থ্যকেন্দ্র
জানা গেছে পরবর্তী সময়ে বিএসএফ হেফাজতে থাকা ঐ ব্যক্তিকে বিএসএফ কর্তৃপক্ষ হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর নাম- পরিচয় জানা যায়নি। সূত্র মারফত জানা গিয়েছে রবিবার মৃতদেহের ময়নাতদন্ত হয় ভিডিওগ্রাফি করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও খবর লেখার সময় অবধি বিএসএফ-এর পক্ষ থেকে কোনওরকম মুখ খোলা হয়নি। উল্লেখ্য, এর আগেও সীমান্ত এলাকায় বিএসএফের অত্যাচারে মৃত্যু হয়েছে একাধিক গ্রামবাসীর।
অভিযোগ জানানোর পরেও কোনওরকম সুরাহা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রকও বিষয়টি নিয়ে চুপ। দিনের পর দিন সীমান্তের গ্রামগুলিতে বাড়ছে বিএসএফের অত্যাচার। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন এই অত্যাচার থামবে কবে? রাজ্য সরকারও বারবার এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে।