পুরাতন মালদহে ৬ সুস্বাস্থ্যকেন্দ্র

এ-নিয়ে পুরসভার জোর তৎপরতা শুরু হয়েছে। পুরাতন মালদহ পুরসভা সূত্রে জানা গেছে, মোট ৬টি সুস্বাস্থ্যকেন্দ্র হবে। সবগুলিই দ্বিতল ভবন।

Must read

সংবাদদাতা, মালদহ : গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবায় জোর, পুরাতন মালদহ পুরসভা এলাকায় উদ্বোধনের অপেক্ষায় ৬টি সুস্বাস্থ্যকেন্দ্র। এর মধ্যে তিনটি সুস্বাস্থ্যকেন্দ্র ভবন নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, পুরসভা এলাকায় আরও তিনটি ওয়ার্ডে সুস্বাস্থ্য ভবনের জায়গা চিহ্নিত হয়েছে। সেগুলির কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এ-নিয়ে পুরসভার জোর তৎপরতা শুরু হয়েছে। পুরাতন মালদহ পুরসভা সূত্রে জানা গেছে, মোট ৬টি সুস্বাস্থ্যকেন্দ্র হবে। সবগুলিই দ্বিতল ভবন।

আরও পড়ুন-সেতু করেনি বিজেপি সাংসদ ক্ষোভে ফুঁসছে কালচিনি

তা নির্মাণের জন্য পঞ্চদশ অর্থ কমিশন থেকে আনুমানিক ২ কোটি টাকা খরচ করা হবে। পুরসভার ১নং ওয়ার্ডে নবাবগঞ্জ, ১৭নং ওয়ার্ডে রসিলাদহ ও ২০নং ওয়ার্ডে মির্জাপুরে তিনটি সুস্বাস্থ্যকেন্দ্র কাজ শেষের পথে। আর বাকি তিনটি সুস্বাস্থ্যকেন্দ্র শহরের ৩, ১১ এবং ১৪নং ওয়ার্ডে করা হবে। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, সুস্বাস্থ্যকেন্দ্রগুলি খুব দ্রুত উদ্বোধন হবে। তারপর সেখান থেকে শহরের মানুষ প্রাথমিক চিকিৎসা পাবেন। দূরে কোথাও যেতে হবে না। জানা গিয়েছে, ৬টি সুস্বাস্থ্যকেন্দ্রের জন্য ২ কোটি খরচ হবে। চলতি মাসেই তিনটি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত সেগুলি খোলা থাকবে। সেখানে একজন চিকিৎসক, একজন নার্স-সহ অন্যান্য কর্মী রোগীদের পরিষেবা দেবেন।

Latest article