সংবাদদাতা, সিউড়ি : লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে। সেদিন ব্রিগেডে যাতে বীরভূম থেকে এক লক্ষ মানুষ যোগ দেন তারই প্রস্তুতিসভায় সোমবার সিউড়িতে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি বীরভূম জেলা তৃণমূলের বর্ধিত কমিটি নিয়ে বৈঠক করেন।
আরও পড়ুন-বর্ধমান টাউন হলে শুরু হল প্রথম খাদি মেলা
সেখানে বললেন, বীরভূমে এসেছি অথচ পাশে দীর্ঘদিনের দলের দক্ষ কর্মী এবং সংগঠক অনুব্রত মণ্ডলের অভাব অনুভব করছি। এই বীরভূম অনুব্রত ছাড়া ভাবাই যায় না। ৩৪ বছরে বাম শাসনকালে অনুব্রত যেভাবে লাল সন্ত্রাস উপেক্ষা করে তৃণমূলের জমি বীরভূমের মাটিতে শক্ত করেছে, সেটা আজকের প্রত্যেকটি তৃণমূলকর্মীর জানা উচিত। বীরভূমে আমরা যে এত বড় সংগঠন তৈরি করতে পেরেছি তার কৃতিত্ব অনুব্রতর। আসন্ন লোকসভা নির্বাচনে সেই সংগঠন লড়াই এমনভাবে দেবে যেখানে বিরোধীরা হাওয়ায় উড়ে যাবে। মুখ্যমন্ত্রী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে এক হাজার টাকা করে দিয়েছেন। কেন্দ্রের ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছেন। মানুষের কাছে এই সফলতার কথা তুলে ধরতে হবে। কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে বিজেপি কীভাবে শুধু রাজনৈতিক ষড়যন্ত্র করে বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে। ব্রিগেডে জনগর্জন সভা থেকে মানুষ ঠিক করে দেবে আগামী দিনে ভারতের প্রধান রাজনৈতিক চালিকাশক্তি মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। ইতিহাস ওঁকে নিয়ে গর্ব করবে।