বর্ধমান টাউন হলে শুরু হল প্রথম খাদি মেলা

রাজ্য জুড়ে এই ধরনের মেলার মাধ্যমে খাদির বিপণন ব্যবস্থাকে চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরে দার্জিলিং থেকে এই মেলা শুরু হয়েছে।

Must read

সংবাদদাতা, বর্ধমান : বর্ধমান টাউন হলে শুরু হল প্রথম বছর পূর্ব বর্ধমান জেলা খাদি মেলা, সোমবার। উদ্বোধন করেন রাজ্য খাদি বোর্ডের সভাপতি তথা নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ। রাজ্য খাদি বোর্ডের সিইও নিমাইচাঁদ হালদার জানিয়েছেন, রাজ্য সরকারের সহায়তায় বর্ধমানের নতুনগ্রামের কাঠের পুতুল, দরিয়াপুরের ডোকরা, কালনার রাখি, বাতাসা ও কদমা, ভেদিয়ার কাঁথাস্টিচ শিল্প প্রভৃতিকে নিয়ে তৈরি হয়েছে গুচ্ছ প্রকল্প।

আরও পড়ুন-বলা নয়, মন কি বাত বুঝুন মোদি

সম্প্রতি মুখ্যমন্ত্রী পূর্বস্থলী ১নং ব্লকে কচুরিপানা থেকে প্রস্তুত হস্তশিল্পের গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। এরই সঙ্গে খড়ের বিঁড়ে তৈরির গুচ্ছ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ফলে এই শিল্পে যুক্ত প্রায় ১৫০ শিল্পী উপকৃত হবেন। পূর্ব বর্ধমানের ২৬টি খাদি সংস্থার মাধ্যমে ৪৯০ জন কাটুনি এবং ১৩৫ জন বয়নশিল্পীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। রাজ্য জুড়ে এই ধরনের মেলার মাধ্যমে খাদির বিপণন ব্যবস্থাকে চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরে দার্জিলিং থেকে এই মেলা শুরু হয়েছে। এপ্রিল মাসে মেদিনীপুরে ১৫তম মেলায় শেষ হবে। নিমাই জানিয়েছেন, মেদিনীপুর থেকে এক শিল্পীর তৈরি মাদুর বিদেশে ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিদেশ থেকে প্রায় এক লক্ষ টেবিলমাদুর রপ্তানির বরাত পাওয়া গিয়েছে। অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, গার্গী নাহা, অমিয়কুমার দাস, পরেশচন্দ্র সরকার, উজ্জ্বল প্রামাণিক, আরতি খান প্রমুখ। মেলায় প্রায় ১০০টি স্টল হয়েছে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

Latest article