মরিশাসে (Shivratri- Mauritius) শিবরাত্রির উৎসবে ঘটল দুর্ঘটনা। তীর্থে যাওয়ার সময় ৬ হিন্দু পূণ্যার্থী আগুনে ঝলসে মৃত্যু হয়েছে। আগামী ৮-৯ মার্চ শিবরাত্রি। তার সোমবার এই উৎসব উপলক্ষে গ্র্যান্ড বেসিন লেকে তীর্থ করতে যাচ্ছিলেন একাধিক পূণ্যার্থী। বেরিয়েছিল শোভাযাত্রা। কাঠ ও বাঁশের তৈরি কাঠামোয় হিন্দু দেব-দেবী নিয়ে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎই রাস্তায় ওই কাঠামোর সংস্পর্শে একটি বৈদ্যুতিন তার লেগে গিয়ে জ্বলে ওঠে আগুন। মৃত্যু হয় ৬ জনের (Shivratri- Mauritius)। আহত হয়েছেন আরও ৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন-এবার যোগীরাজ্যে পরপর প্রার্থী তুলতে বাধ্য হচ্ছে বিজেপি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী জয়শংকর। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মরিশাসে শিবরাত্রির উৎসব উদযাপনের সময় ঘটল দুর্ঘটনা। বিষয়টি শুনেছি। এই দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে।’