বিজেপির দুর্নীতিবাজদের কেন জেলে পাঠাননি গঙ্গোপাধ্যায় জানালেন বাবুল

Must read

কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ পদত্যাগ পত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়ে দিয়েছেন। সেই চিঠির প্রতিলিপি সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচাপতিদের কাছেও পাঠিয়েছেন তিনি। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Abhijit Ganguly- Babul Supriyo)। এক্স হ্যান্ডেলে লেখেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন ভূমিকায় তিনি একেবারেই আশ্চর্য হচ্ছেন না। গঙ্গোপাধ্যায় গতকাল আদালতে তাঁর শেষ দিনে, বিজেপির ওয়াশিং মেশিনের ঢাকনার ভিতরে লুকিয়ে থাকা দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্তের নির্দেশ দেননি …!

আরও পড়ুন- এবার যোগীরাজ্যে পরপর প্রার্থী তুলতে বাধ্য হচ্ছে বিজেপি

এর আগেও বাবুল (Abhijit Ganguly- Babul Supriyo) সাংবাদিক বৈঠক করে একহাত নিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বলেছিলেন, “যদি সত্যি তিনি সমাজ সংস্কার করতে চাইতেন তাহলে যে দলে তিনি যোগদান করতে চান সেই দলের দুর্নীতিগ্রস্তদের সিবিআই এবং ইডি তদন্তের মাধ্যমে তাদের জেলে পাঠাতেন। তা না করে তিনি নিজের টিকিট পাকা করতে চাইছেন।” বাবুলের আরও দাবি ছিল, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিরকাল পাবলিসিটি চাইতেন। সুপ্রিম কোর্টের বকাও খেয়েছিলেন। হয়তো লোকসভা ভোটে তিনি দাঁড়াবেনই না। তাঁর মূল লক্ষ্য হবে ২৬-এ তিনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ হবেন।

এদিকে আজ  দুপুরে বাড়িতে সাংবাদিক বৈঠক করবেন সদ্য প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর ভবিষ্যত গন্তব্য কী হতে চলেছে, তা জানার আগ্রহ রয়েছে সকলের। শোনা যাচ্ছে, তিনি বিজেপিতে যোগ দিয়ে লোকসভা ভোট দাঁড়াতে পারেন। বিজেপিতে যোগদান তাঁর নাকি সময়ের অপেক্ষা।

Latest article