কেন্দ্রের বাধা, ব্রিগেডের জনগর্জন সভায় প্রতিবাদের টর্নেডো হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Must read

বুকিং থাকা সত্ত্বেও ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের  জনগর্জন সভার জন্য ট্রেন দিচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুরে  সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এই সভায় সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, চলুন সবাই ব্রিগেডে। বাংলার প্রতিবাদে গর্জন, তর্জন, তুফান, টর্নেডো হবে।

আরও পড়ুন-বিজেপির দুর্নীতিবাজদের কেন জেলে পাঠাননি গঙ্গোপাধ্যায় জানালেন বাবুল

বাংলার বকেয়া অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজ করিয়েও টাকা দেওয়া হয়নি গরিব মানুষদের। আটকে রয়েছে আবাস যোজনার টাকাও। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভা। সেই সভার প্রস্তুতিতে জেলায় জেলায় তুঙ্গে উন্মাদনা। এই পরিস্থিতিতে এদিন মেদিনীপুরের সভা থেকে সবাইকে জনগর্জন সভায় যোগ দেওয়া আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। আর এই সভায় বাংলার মানুষকে আসতে বাধা দিচ্ছে মোদি সরকার। এর প্রতিবাদে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, ‘‘ব্রিগেডে একটা সভা ডেকেছি। গর্জন সভা। বাংলার গর্জন। কেন বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। কেন আমাদের রেলের অনুমতি দেওয়া হয় না। একেক রকম নিয়ম! এটা কি মগের মুলুক। আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে। আগামীর গর্জন বাংলাই করবে। চলুন সবাই ব্রিগেডে।’’  মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, চলুন সবাই ব্রিগেড। সেখানে বাংলার বঞ্চনার প্রতিবাদে গর্জন, তর্জন, তুফান, টর্নেডো হবে।

Latest article