সংবাদদাতা, তমলুক : ব্রিগেডে জনগর্জন সভার সমর্থনে পূর্ব মেদিনীপুরের তমলুক ও মহিষাদলে বুধবার প্রস্তুতিসভা হল। হাসপাতাল মোড়ে সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুটি সভারই প্রধান বক্তা ছিলেন তৃণমূল মুখপাত্র ও রাজ্য আইটি ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।
আরও পড়ুন-প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক
তিনি এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে বলেন, এক সাংবাদিক ওঁকে প্রশ্ন করেন নারদায় ছবিতে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছে। আপনি কী বলেন? উত্তরে বিচারক বলেন, যাঁরা একথা বলেন, তাঁরা কি টাকা নিতে দেখেছেন?— এই লোকটাই নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন? অর্থাৎ একজন বিচারপতি বিজেপিতে গিয়েই সঙ্গে সঙ্গে গদ্দারকে বাঁচানোর চেষ্টা শুরু করে দিয়েছেন। ওঁকে শ্রদ্ধা করেই বলি, উনি বিচারপতি ছিলেন, কিন্তু বিজেপিতে এভাবে যোগ দিয়ে ওঁর রায়গুলো যে পক্ষপাতদুষ্ট ছিল, তা নিজেই বুঝিয়ে দিলেন। নিজেই নিজেকে নগ্ন করলেন। সভা থেকে দেবাংশু তমলুকবাসীর উদ্দেশে বলেন, আপনারা ওঁকে ভোটে হারিয়ে বুঝিয়ে দিন, ঠান্ডাঘরে বসে জাজমেন্ট দেওয়া বা টিভিতে বাইট দেওয়া এক জিনিস, আর মাঠে-ময়দানে নেমে রাজনীতি করা অন্য জিনিস। দেবাংশু নরেন্দ্র মোদি ও গদ্দার অধিকারীকেও তীব্র ভাষায় আক্রমণ করেন। সভায় ছিলেন বিধায়ক সৌমেন মহাপাত্র, শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাড়া, শহর তৃণমূল সম্পাদক বিশ্বজিৎ মাইতি প্রমুখ।