বঞ্চনার বিরুদ্ধে গর্জন ওয়েবকুপার

ব্রাত্য বসুর পরামর্শ, ভোট আসছে, সাংগঠনিক সভাপতি ও স্থানীয় বিধায়কদের সঙ্গে যোগাযোগ করুন, ছোট ছোট দল তৈরি করে প্রচারে নামুন।

Must read

প্রতিবেদন: স্বাধীনতার পর দেশে সর্বধর্ম সমন্বয়কারী রাজনীতি করেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মঙ্গলবার ওয়েবকুপার জনগর্জনের প্রস্তুতিসভা থেকে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন-ওটা টাকা ছিল না? বিস্মিত দেবাংশু

তিনি এদিন জানান, অনেকদিন পর ওয়েবকুপা আবার মাঠে নামছে। কেন্দ্রের থেকে রাজ্য এখনও ১৫ হাজার কোটি টাকা পায়। কেন্দ্র সেই টাকা না দিয়ে বাংলার সঙ্গে বঞ্চনা করছে। দিল্লির রাজঘাটে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ধরনায় বসেছি, রাজভবনের সামনেও ধরনায় বসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রেড রোডেও বসেছি। খেটে খাওয়া মানুষের বকেয়া আদায়ের দাবিতে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে। স্বাধীনতার পর দেশে সর্বধর্ম এদিকে ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওয়েবকুপার কমিটি নিয়ে কথা হয়েছে বলেন জানান ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন দুই সহসভাপতি মণিশঙ্কর মণ্ডল, সুমন বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক কৃষ্ণকলি বসু। ব্রাত্য বসুর পরামর্শ, ভোট আসছে, সাংগঠনিক সভাপতি ও স্থানীয় বিধায়কদের সঙ্গে যোগাযোগ করুন, ছোট ছোট দল তৈরি করে প্রচারে নামুন।

Latest article