প্রতিবেদন : আবার রং-তুলি উঠবে শিল্পীর দুহাতে। সেই হাতে আঁকা ছবিতে ফুটে উঠবে তাঁর হারিয়ে যাওয়া সৃজনশীলতা। ৪ বছর আগে এক ট্রেন দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিল যে সৃজনশীলতা, যে স্বপ্ন। দুটো হাতই বাদ গিয়েছিল শিল্পীর। বছরটা ছিল ২০২০। এবার দিল্লির হাসপাতালে একদল চিকিৎসক-সার্জেনের অসাধারণ নৈপুণ্যে প্রতিস্থাপিত হল দুটো হাতই। কেমন করে সম্ভব হল এই অসম্ভব? দক্ষিণ দিল্লির (Delhi) একটি নামী স্কুলের প্রশাসনিক প্রধান মীনা মেহতার মৃত্যু হয় দিন কয়েক আগে। বেঁচে থাকতেই অঙ্গদানের অঙ্গীকার করেছিলেন তিনি। তাই ব্রেন ডেথ ঘোষণার পরেই মীনাদেবীর ইচ্ছাপূরণে তৎপর হয়ে ওঠেন তাঁর প্রিয়জনেরা এবং চিকিৎসকরা। যোগাযোগ হয় শিল্পীর পরিজনদের সঙ্গে। স্যর গঙ্গারাম হাসপাতালে ১২ ঘন্টার অপারেশনে মীনাদেবীর দুটো হাত নিপুণভাবে প্রতিস্থাপন করা হয় ৪৫ বছরের শিল্পীর শরীরে। দিল্লিতে (Delhi) এই ধরনের বাইল্যাটারাল হ্যান্ড ট্রান্সপ্লান্ট এই প্রথম। শুধু শিল্পী নন, মীনাদেবীর শরীরের অঙ্গে নতুন জীবন ফিরে পেলেন আরও ৩ জন। তাঁর কিডনি, লিভার এবং কর্নিয়াও সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে ৩ জনের শরীরে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আশায় ৪৫ বছর বয়সের শিল্পী।