রাশিয়ার চাপে যুদ্ধে গিয়ে দ্বিতীয় ভারতীয়র মৃত্যু

Must read

প্রতিবেদন : বিদেশে চাকরি করতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে জোর করে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠছে রাশিয়ার (Russia) বিরুদ্ধে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অনৈতিকভাবে বিদেশি নাগরিকদের ব্যবহার করছে পুতিনের দেশ। সেই ঘটনায় এবার দ্বিতীয় ভারতীয়র মৃত্যু। রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণ হারাতে হল ভারতীয় যুবককে। বুধবার মস্কোর ভারতীয় দূতাবাস এই মৃত্যুর খবর জানিয়েছে। নিহত যুবকের পরিবারের দাবি, প্রতারণার শিকার হয়েই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন ওই যুবক। মৃতের বয়স ৩০ বছর। বাড়ি হায়দরাবাদে। নাম, মহম্মদ আফসান। তাঁর পরিবার তাঁর সন্ধান চেয়ে এবং রাশিয়া (Russia) থেকে তাঁকে ফেরানোর জন্য সাহায্য চেয়ে যোগাযোগ করেছিল হায়দরাবাদের সাংসদ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে। ওয়াইসি মস্কোর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পর তারা জানায়, আফসানের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। হায়দরাবাদে আফসানের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। তাঁর পরিবার জানিয়েছে, বিদেশে চাকরির কথা বলে আফসানকে নিয়ে যাওয়া হয়েছিল রাশিয়ায়। সেখানেই তাঁকে রুশ বাহিনীর ‘হেল্পার’ বা সাহায্যকারী হিসাবে কাজ করতে বাধ্য করা হয়। রাশিয়ায় এই ঘটনার ঠিক এক সপ্তাহ আগেই গুজরাতের এক তরুণেরও মৃত্যুর খবর এসেছিল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে। অভিযোগ, ওই যুবককেও বাধ্য করা হয়েছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ‘হেল্পার’ হিসাবে কাজ করতে। গুজরাতের সুরাতের সেই যুবকের বয়স ২৩। নাম হামিল মাঙ্গুকিয়া। অনলাইনে বিজ্ঞাপন দেখে রাশিয়ায় একটি কাজের জন্য আবেদন করেন। শেষপর্যন্ত যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতে হয় তাঁকেও।

আরও পড়ুন- চিত্রশিল্পী ফিরে পেলেন হারিয়ে যাওয়া দু’টি হাত

Latest article