প্রতিবেদন : মাত্র ঘণ্টা দুয়েকের বিপর্যয়েই বিরাট আর্থিক ক্ষতির মুখে মেটা (Meta)। মঙ্গলবার হঠাৎই বিশ্বের নানা প্রান্তে অচল হয়ে পড়ে দুই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। মাত্র একদিনের ঘণ্টা দুয়েকের বিপর্যয়ে মার্ক জুকারবার্গের সংস্থার ক্ষতির অঙ্ক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫ হাজার কোটি টাকা। সার্ভার ডাউন হওয়ার ফলেই আকস্মিক এই বিপর্যয় বলে জানিয়েছে মেটা (Meta)। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যখন আমজনতার আলোড়ন, তখন বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দুই সোশ্যাল মিডিয়া জায়েন্টের কর্ণধার। ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎ করে আপনাআপনি লগ আউট হয়ে যেতেই অন্য এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ হইচই শুরু করেন গ্রাহকরা। মেটার পক্ষ থেকে যান্ত্রিক গোলযোগের কথা জানিয়ে আশ্বস্ত করার চেষ্টা হলেও বাকযুদ্ধে জড়িয়ে পড়েন মেটা কর্ণধার মার্ক জুকারবার্গ ও এক্স কর্ণধার ইলন মাস্ক। ইউজারদের ফেসবুক ও ইনস্টাগ্রাম লগআউট হওয়ার পর যখন এক্স হ্যান্ডেলে এই নিয়ে বিতর্কের ঝড় ওঠে তখন জুকারবার্গের কটাক্ষ, ইলন মাস্কও অবাক হয়ে যাবেন এটা ভেবে যে এক্সে হঠাৎ এত ভিড় কেন? এই খোঁচার মধ্য দিয়ে এক্সের তুলনায় মেটার প্ল্যাটফর্ম দুটির জনপ্রিয়তাই বোঝাতে চেয়েছেন জুকারবার্গ। তবে এই মন্তব্যের প্রত্যুত্তর দিতে দেরি করেননি ইলন মাস্কও। তাঁর পাল্টা তোপ, যিনি এই প্ল্যাটফর্মে এসে এ-ধরনের সমালোচনা করতে পারছেন তার কারণ আমাদের সার্ভার খুব ভাল চলছে। এই প্ল্যাটফর্মে কোনও সমস্যা নেই। বাস্তবিকই অনলাইন বিপর্যয় ঘিরে একদিকে আর্থিক ক্ষতির চাপ এবং অন্যদিকে বাকযু্দ্ধে এভাবেই সরগরম রইল নেট-দুনিয়া।