আগামী লোকসভা নির্বাচনে বিজেপির স্বপ্ন আর সাধ্যের মধ্যে মিল খুঁজে পেলেন না স্বপন মুখোপাধ্যায়
বিজেপির বড় নেতারা আগামী লোকসভা নির্বাচনে তিনশো সত্তরের বেশি আসনে জিতবে বলে আওয়াজ তুলেছেন কিন্তু সংখ্যাটা আসবে কোথা থেকে জানেন না।
আরও পড়ুন-কর্মী-শায়েস্তার ফরমান মণিপুরে, বিজেপি রাজ্যে সরকারি বিজ্ঞপ্তি ঘিরে চাঞ্চল্য
উত্তর ভারতের রাজ্যগুলোতে গত লোকসভা ভোটে প্রায় সবগুলো আসন পেয়েছিল। কোনও কোনও রাজ্যে একটা বা দুটো কম যেমন মধ্যপ্রদেশে একটা ছাড়া সব সিট পেয়েছিল। রাজস্থানের ক্ষেত্রেও প্রায় একই রকম। উত্তরপ্রদেশে দশটা ছাড়া বাকি সত্তরটা আসন পেয়েছিল। কাজেই উত্তর ভারতের রাজ্যগুলোতে বিজেপির আসন সংখ্যা কমবে বই বৃদ্ধি পাওয়ার কোনও রাস্তা নেই। কাজেই বিজেপি দলের কর্তাদের পূর্ব আর দক্ষিণের রাজ্যগুলোর দরকার হয়ে পড়েছে। তাই ছোটাছুটি এই রাজ্যগুলোতে। উত্তর-পূর্বাঞ্চলের মণিপুরের নাম ওনাদের মনে পড়ে না। মিজোরামের সাম্প্রতিককালে বিধানসভা নির্বাচনে দলের নেতারা ওই মুখো হননি। মেঘালয় আর অসমে কী হয় ওদের কে জানে?
আরও পড়ুন-যোগীরাজ্যে নির্যাতিতার বাবার ঝুলন্ত দেহ গাছে
সেজন্যে সব ফেলে এখন পশ্চিমবঙ্গ আর দক্ষিণের রাজ্যগুলোর জন্যে হন্যে হয়ে দৌড়চ্ছে যদি কিছু করা যায়। বিহারে পল্টিবাজকে নিয়ে কতদূর কী হবে যথেষ্ট সন্দেহ আছে। দক্ষিণে এআইডিএমকে দলের সঙ্গে সুবিধে হচ্ছে না। ওদের নতুন জায়গা কোথায় যে বিজেপির আসন আগামী লোকসভায় বৃদ্ধি পাবে। বরং কমে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তাছাড়া ইন্ডিয়া ব্লকের মধ্যে শেষ পর্যন্ত সমঝোতা হয়ে গেলে ২০০৪-এর মতো পরিস্থিতি হয়ে গেলে আশ্চর্য হওয়ার নেই।
পশ্চিমবঙ্গে তো যা ছিল সেটাই কমে যাবে। ওদের আসন সংখ্যা বেড়ে যাওয়ার জায়গায় কমে যাওয়ার সম্ভাবনাই বেশি।