শয়তান

সাবধান শয়তান আসছে। তার কালোজাদু তছনছ করে দেবে সবকিছু। ইতিমধ্যেই প্রি-বুকিংয়ে ঝড় তুলেছে সে, এবার বাকি শুধু বক্স অফিস। আজ মুক্তি পাচ্ছে পরিচালক বিকাশ বহেল-এর মোস্ট অ্যাওয়েটেড সুপার ন্যাচরাল থ্রিলার ছবি ‘শয়তান’। মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগণ, জ্যোতিকা, মাধবন। শয়তান আর সিংহমের দ্বৈরথ দেখবে দর্শক। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

রামসে ব্রাদার্স-এর ব্যানারে হরর বা সুপার ন্যাচরাল থ্রিলার ছবি দেখতে দেখতে ৯০ দশকেই যখন হিন্দি ছবির দর্শক বোর হয়ে যাচ্ছিলেন তখন এর পাশাপাশি একটু অন্য ধরনের, ভিন্নমাত্রার সুপার ন্যাচরাল মুভি তৈরি হতেও শুরু করেছিল। সেই দৌড়ে তখন পিছনে পড়ে গেল রামসে ব্রাদার্স। সেই কারণে আজ থেকে প্রায় দু-দশক আগে ২০০২ সালে যখন বড়পর্দায় মুক্তি পেল বিপাশা বসুর সুপার ন্যাচরাল হরর ছবি ‘রাজ’ বা তার পরবর্তীতে ‘থার্টিন বি’ ইত্যাদি ছবি তখন হইহই রইরই পড়ে গেল। এরপর ‘পরী’, ‘বুলবুল’, ‘ভূত’ প্রত্যেকটা ছবিই বেশ চর্চার বিষয় হয়ে উঠল। সেই ট্রাডিশন মেনেই আজ মুক্তি পাচ্ছে পরিচালক বিকাশ বহেলের মোস্ট অ্যাওয়েটেড ছবি ‘শয়তান’। ‘কুইন’, ‘সুপার থার্টি’ এবং ‘গুডবাই’-এর মতো চলচ্চিত্রের জন্য বেশ পরিচিত বিকাশ তার স্বাতন্ত্র্যে। আর এই ছবিও একেবারেই অন্যরকম।

আরও পড়ুন-স্মরণানন্দ মহারাজকে দেখে এলেন মুখ্যমন্ত্রী

এই ছবির ২ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলার দেখতে বসেই বেশিরভাগের পিঠের শিরদাঁড়া দিয়ে বয়ে গেছে ঠান্ডা স্রোত। রগ বেয়ে নেমেছিল ঘাম। শয়তানের পুনর্জন্ম এবং তার ভয়াল দুরভিসন্ধির বার্তা বয়ে আনছে বিকাশ বহেলের ছবি ‘শয়তান’। কে এই শয়তান? তার শয়তানির ধরনটাই বা কী। কোন অশুভ শক্তির মাথাচাড়া দিয়ে উঠবে শুভশক্তিকে পরাস্ত করতে? কেন এই আতঙ্ক। আসলে এই ছবি কালাজাদুর আর সেই জাদুবলে করা প্রচণ্ড শক্তিশালী বশীকরণের। এমন বশীকরণ-বিষ যা বিষধর সাপে কাটলেও সেই বিষক্ষয় হবে না।
ট্রেলারের ঝলক দেখে বোঝা গেছিল অসাধারণ পারফর্ম্যান্স রাখবেন ছবির চরিত্ররা। কাস্টিং খুব জোরদার। কিছু ছবির কাস্টিং এমন হয় যে তা দেখেই দর্শকদের উত্তেজনার পারদ তুঙ্গে উঠে যায়। সুপার ন্যাচরাল থ্রিলার ‘শয়তান’ ঠিক তেমনই একটা ছবি। মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগণ যাঁকে দেখে দৃশ্যম ছবির কথা মনে পড়ে যায়। সেখানে যেমন এক প্রচণ্ড চৌখস, ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন, আবেগপ্রবণ বাবাকে দেখেছিলেন দর্শক এখানেও ঠিক তাই। যে তাঁর সন্তানকে বাঁচাতে জাহান্নমেও যেতে প্রস্তুত। খুব চেনা সুর এই ছবির। এখানে অজয় দেবগণের চরিত্রের নাম কবির। গল্পটা খানিকটা এইরকম— কবির তার পরিবারের সঙ্গে উইকএন্ডের ছুটি কাটাতে গিয়েছে। সেখানেই তার স্ত্রী এবং মেয়ের জীবনে এক অপরিচিত ব্যক্তির অনুপ্রবেশ ঘটে এবং অশুভ শক্তির বলে কবজা করে নেয় কবিরের মেয়েকে। তাদের সেই সপ্তাহান্তের আনন্দ পরিণত হয় দুঃস্বপ্নে। অপরিচিত ব্যক্তিটি তাদের বাড়িতে এসেছিল কিছু সময়ের জন্য। যাকে দেখে প্রথমে এক সাধারণ অতিথি বলে মনে হলেও পরে তার উদ্দেশ্য স্পষ্ট হয়। সেই অবাঞ্ছিত অতিথি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাদের জীবনে তা উঠে আসবে ছবির পরতে পরতে। ব্ল্যাকম্যাজিকের একটা বড় ভূমিকা রয়েছে এই ছবিতে। অভিনেতা অজয় দেবগণ অভিনয়গুণে নিজেকে ছাপিয়ে গেছেন অনেক দিনই। পর্দার চরিত্রের সঙ্গে নিজেকে কীভাবে বদলাতে হয়, তা জানেন অজয়।

আরও পড়ুন-ব্রিগেডে জনগর্জনের প্রস্তুতি খুঁটিয়ে দেখলেন অভিষেক

ছবিটির বিষয় নিয়ে প্রশ্ন রাখলে মিডিয়াকে অজয় বলেন, ‘আমার কেরিয়ারের প্রথম ১০-১২ বছর যখন আমরা বাইরে শ্যুটিং করতাম, তখন অনেক সময় অনেক ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলাম। সেই অভিজ্ঞতাগুলি কী ছিল, আমি সে-সম্পর্কে বলতে চাইছি না, তবে সেগুলো বেশ অস্বস্তিকর ছিল। আমি হরর ছবি করতে পছন্দ করি। কারণ সারা বিশ্বের দর্শকদের এই ধরনের ছবি পছন্দের তাঁরা কোথাও একটা যোগসূত্র খুঁজে পান নিজেদের কালচারের সঙ্গে, কারণ বিশ্বের প্রতিটি ধর্ম কালোজাদু সম্বন্ধে জানে।’
অজয় দেবগণকে সম্প্রতি ‘ভোলা’তে দেখা গিয়েছে। তাঁর আসন্ন ছবির তালিকা অনেক যেমন ‘ময়দান’, ‘রেড ২’, ‘সিংহম এগেন’ ইত্যাদি।

আরও পড়ুন-বিএসএফ নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

এরপরেই যাঁর কথা বলতে হয় তিনি ‘আর মাধবন’। একটা সময় মিষ্টি, গুডবয় স্ট্যাম্প পড়ে যাওয়া ছেলেটি আজ বয়সের সঙ্গে সঙ্গে পরিণত। নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়েছেন। ২০২২ তাঁর ‘রকেট্রি : দ্য নাম্বি এফেক্ট’ মনে রাখার মতো ছবি! ২০২৩-এ ‘আমরিকি পণ্ডিত’ ছবিতেও নজর কেড়েছেন মাধবন। এবার এক সম্পূর্ণ নতুন ভূমিকায় তিনি। নেগেটিভ রোল প্লে করেছেন। এই ছবির আসল ইউএসপি মাধবনই।
এই ছবিতে অজয়ের বিপরীতে রয়েছেন অভিনেত্রী জ্যোতিকা। এই ছবির মাধ্যমে অনেকদিন পর আবার বড়পর্দায় ফিরছেন তিনি।
‘শয়তান’ গুজরাতই চলচ্চিত্র ‘বশ’-এর হিন্দি রিমেক। ‘বশ’ পেয়েছিল ছবি সমালোচকদের ভূরি ভূরি প্রশংসা।
আশা করা যায় ‘শয়তান’ তার ব্যতিক্রম হবে না। সম্প্রতি কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘খুশিয়ান বাটোর লো’। ট্র্যাকটি জুবিন নৌটিয়ালের এবং গেয়েছেন অমিত ত্রিবেদী।
ছবির পরিবেশক জিও স্টুডিও, দেবগণ ফিল্ম, প্যানোরামা ফিল্ম। ছবির প্রযোজক অজয় দেবগণ, জ্যোতি দেশপান্ডে, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক।
ইতিমধ্যেই প্রি-বুকিং-এ ঝড় তুলেছে এই ছবি৷ মুক্তির পাঁচদিন আগেই বলিউড ফিল্ম সার্কিটে ঢেউ তুলেছে। শুধুমাত্র গতকাল বারোটা পর্যন্ত এই ছবির প্রায় ৯১ হাজার টিকিট বুকিং হয়েছে। এই টিকিট বিক্রির রেশিও অনুযায়ী ইতিমধ্যেই ‘শয়তান’ শুধু রিলিজের আগেই ২ কোটি ১৩ লক্ষের ওপর ব্যবসা করে ফেলেছে। ছবিটি তৈরির বাজেট ছিল ৬০ থেকে ৬৫ কোটি টাকা। হিসেব বলছে মুক্তির দিনেই ছবির ব্যবসা হবে দশ থেকে বারো কোটি। তাহলে এই ছবি যে বক্স অফিস হিট হতে চলেছে বলাই বাহুল্য।

আরও পড়ুন-স্মরণানন্দ মহারাজকে দেখে এলেন মুখ্যমন্ত্রী

অজয় এমন একজন প্রযোজক যিনি গল্প ও সিনেমা নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালবাসেন। ছবি তৈরির ইঁদুর দৌড়ে বিশ্বাসী নন। ফলে ভাল ছবির জন্য যে কোনও স্যাক্রিফাইজ করতেও প্রস্তুত থাকেন। জানা গেছে সেই কারণে যখন এই ছবির শ্যুটিং শুরু হয় তাঁর ফ্যামিলি ট্রিপে লন্ডন যাবার কথা ছিল তিনি সেই ট্রিপ ক্যানসেল করে শ্যুটিং শেষ করেন। আজ শুধু দর্শক প্রতিক্রিয়ার অপেক্ষা।

Latest article