স্মরণানন্দ মহারাজকে দেখে এলেন মুখ্যমন্ত্রী

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট অসুস্থ স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট অসুস্থ স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। চিকি‍ৎসকদের পাশাপাশি মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গেও কথা বলেন তিনি। চিকিৎসকদের কাছ থেকে অসুস্থ মহারাজের চিকি‍ৎসারও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বিএসএফ নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্টের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘদিনের। গত কয়েক দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বৃহস্পতিবার মহারাজের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ আমি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে এসেছিলাম। আমি তাঁর দীর্ঘ সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করছি।

আরও পড়ুন-বিএসএফ নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

এর আগেও মুখ্যমন্ত্রী স্মরণানন্দের শারীরিক অবস্থার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন। এক্স হ্যান্ডলে মমতা মহারাজের ভক্তদের উদ্দেশে বলেন, সকলে যেন স্বামীজির সুস্থতা কামনা করে প্রার্থনা করেন। তিনিও ভক্তদের মতোই প্রার্থনা করবেন। দিন কয়েক আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন স্মরণানন্দ মহারাজ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটে ৯২ বছর বয়সি মহারাজের। মঠ ও হাসপাতাল সূত্রে খবর, তাঁর বয়সের কথা মাথায় রেখে স্নায়ু এবং অন্যান্য বিভাগের চিকিৎসকেরা তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন।

Latest article