সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, এসবিআইয়ের বিরুদ্ধে মামলা

সুপ্রিম কোর্টে এসবিআইয়ের বিরুদ্ধে যে পিটিশন জমা করেছে এডিআর, তাতে বলা হয়েছে, এসবিআই ইচ্ছাকৃতভাবে আদালতের সাংবিধানিক বেঞ্চের রায় অমান্য করেছে।

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় তোপের মুখে ভারতের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই।
শীর্ষ আদালতের দেওয়া সময়সীমা মেনে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দিতে রাজি নয় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দু’দিন আগেই শীর্ষ আদালতের কাছে অতিরিক্ত সময়ের আবেদন জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন-ব্রিগেডে জনগর্জনের প্রস্তুতি খুঁটিয়ে দেখলেন অভিষেক

এসবিআইয়ের এই অবস্থানের পিছনে মোদি সরকারের প্রত্যক্ষ ভূমিকা দেখছেন বিরোধীরা। কারণ লোকসভা ভোটের আগে নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ্যে আসুক, চায় না বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় এবার এসবিআই-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল একটি বেসরকারি সংস্থা।
বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মের পক্ষ থেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টে এসবিআইয়ের বিরুদ্ধে যে পিটিশন জমা করেছে এডিআর, তাতে বলা হয়েছে, এসবিআই ইচ্ছাকৃতভাবে আদালতের সাংবিধানিক বেঞ্চের রায় অমান্য করেছে।

আরও পড়ুন-স্মরণানন্দ মহারাজকে দেখে এলেন মুখ্যমন্ত্রী

এটা শুধুমাত্র নাগরিকদের তথ্য জানার অধিকারকেই অমান্য করা হচ্ছে না, একইসঙ্গে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশকেও ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি উল্লেখ করেন এডিআর-এর আইনজীবী প্রশান্ত ভূষণ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে এ বিষয়ে ইমেইল মারফত আবেদন করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে নির্বাচনী বন্ড-কে অসাংবিধানিক বলে উল্লেখ করে এবং নির্বাচনী বন্ড বাতিল করে দেয়। একইসঙ্গে এসবিআইকে ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি অবধি নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়। ৬ মার্চের মধ্যে এই তথ্য জমা দিতে বলা হয়েছিল।

Latest article