প্রতিবেদন : রাজ্যের উদ্যোগে আন্তজার্তিক নারীদিবসের দিনই ১০০ জন স্বনিভর্র গোষ্ঠীর (Self-help groups) মহিলার হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র। রাজ্যের উদ্যোগে চা-বলয়ের ক্রেসগুলির মধ্যে উদ্বোধন হওয়া ১০টি ক্রেসে ১০ জন করে স্বনির্ভর গোষ্ঠীর (Self-help groups) মহিলাদের হাতে নিয়োগপত্র দেওয়া হয় শুক্রবার। আরও ৭টি ক্রেসের অর্থাৎ ৭০ জন মহিলার নিয়োগ আগামী ১২ মার্চ হাবড়ার প্রশাসনিক সভা থেকে ভার্চুয়াল মাধ্যমে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আন্তর্জাতিক নারীদিবসের দিন ১০০ জন মহিলার হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা শিলিগুড়ির বৈঠকে জানিয়েছিলেন মন্ত্রী মলয় ঘটক। সেই মতোই মহিলাদের হাতে নিয়োগপত্র দেওয়া হল। রাজ্যের এই উদ্যোগকে প্রশংসা করেছেন সকলেই।
আরও পড়ুন- আসবেন মুখ্যমন্ত্রী, সেজে উঠছে হাবড়া