আসবেন মুখ্যমন্ত্রী, সেজে উঠছে হাবড়া

Must read

সংবাদদাতা, বারাসত : ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১২ মার্চ উত্তর ২৪ পরগনার হাবড়ায় জনসভা করবেন তিনি। সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরের আগে জেলায় সাজ-সাজ রব। প্রস্তুতিও সেরে ফেলেছে জেলা প্রশাসন।
হাবড়া বাণীপুর আম্বেদকর স্পোর্টস অ্যাকাডেমির মাঠে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) প্রশাসনিক সভায় সরকারি পরিষেবা প্রদান করবেন। তার আগে শুক্রবার সভাস্থলের মাঠ পরিদর্শন করলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বারাসত জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাকারিয়া, অন্যান্য পুলিশ আধিকারিক। ছিলেন হাবড়ার পুরপ্রধান নারায়ণ সাহা ও দলীয় নেতা-কর্মীরা। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, আগামী মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ হাবড়ায় সভা করতে আসবেন মুখ্যমন্ত্রী। সভাস্থলের পাশেই হ্যালিপ্যাড তৈরি হচ্ছে। রবিবার ব্রিগেডের জনগর্জন সভার পরই হাবড়ার এই প্রশাসনিক সভা হবে। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ হাবড়ায় সভা থেকে সরকারি পরিষেবা প্রদান করা হবে। এরপর আগামী ২০ মার্চ বসিরহাটে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন ঘোষণার আগে জেলায় দুই মেগা ইভেন্টে নজর তৃণমূল কংগ্রেসের। প্রশাসনও প্রস্তুতি নিতে শুরু করেছে।

আরও পড়ুন- ভোটের মুখে ফের প্রধানমন্ত্রীর গ্যাস-নাটক

Latest article