নয়াদিল্লি, ১১ মার্চ : দীপ্তি শর্মার অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স সত্ত্বেও গুজরাট জায়ান্টসের কাছে ৮ রানে হেরে গেল ইউপি ওয়ারিয়র্স। সোমবার প্রথমে ব্যাট করতে নেমে, ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান তুলেছিল গুজরাট জায়ান্টস। জবাবে ইউপি ওয়ারিয়র্স ২০ ওভারে ৫ উইকেটে ১৪৪ রানে আটকে যায়। বল হাতে দু’উইকেট নেওয়ার পর, ব্যাট হাতে ৬০ বলে ৮৮ রান করে অপরাজিত থেকে যান দীপ্তি। অসমাপ্ত ষষ্ঠ উইকেটে পুনম খেমনারের সঙ্গে ৭৮ বলে ১০৯ রান যোগ করেও দলকে জেতাতে পারলেন না দীপ্তি। ৩৬ বলে ৩৬ করে নট আউট থাকেন পুনম।
আরও পড়ুন-২৭ পয়েন্টে লিগ শেষ করতে চাই বলছেন কুয়াদ্রাত
এদিন গুজরাটের ইনিংসের শুরুটা খুব ভাল করেছিলেন। লরা উলভার্ট ও বেথ মুনি। কিন্তু উলভার্ট ৩০ বলে ৪৩ রান করে আউট হতেই ছন্দপতন! দয়ালান হেমলতা শূন্য করে প্যাভিলিয়নে ফেরেন। ফোবে লিচফিল্ডও মাত্র ৪ রান করে আউট হন। অ্যাশলে গার্ডনার (১৫), ভারতী ফুলমালি (১), ক্যাথরিন ব্রাইস (১১), তনুজা কানওয়াররাও (১) ব্যর্থ। একটা সময় তো স্কোরবোর্ডে ১২০ রান তুলতে গিয়েই সাত উইকেট হারিয়ে বসেছিল গুজরাট। ওই পরিস্থিতিতে একাই লড়লেন মুনি। শেষ পর্যন্ত তিনি ৫২ বলে ৭৪ রান করে অপরাজিত থেকে দলকে লড়াই করার মতো রানে পৌঁছে দিয়েছিলেন। রান তাড়া করতে নেমে, মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ইউপি। ওই পরিস্থিতি থেকে দলকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন দীপ্তি-পুনম জুটি।