সংবাদদাতা, তমলুক : মঙ্গলবার তমলুকে আসার কথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তার আগেই তাঁর নামে কটাক্ষমূলক পোস্টার-ব্যানারে ছেয়ে গেল শহর। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনেই ফুটপাথের রেলিংয়ে প্রাক্তন বিচারপতি বিজেপি নেতার নামে লাগানো ব্যানারে লেখা, ‘অভিজিৎ তুমি তো লোভী, তাই বিজেপিতে। জবাব চাইছে মানুষ, জবাব দাও।’ ব্যানারের নিচে লেখা প্রচারক আইনজীবী তথা তমলুক পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথি মাইতির নাম। তাঁর পিতা চিত্তরঞ্জন মাইতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান। কেন এমন ব্যানার?
আরও পড়ুন-সিএএ নিয়ে বিক্ষোভ জামিয়াতে, আগাম নির্দেশিকা এল জেএনইউতে
পার্থর ব্যাখ্যা, ‘‘আমরা দেখি বিচারপতিরা অবসরের পর সমাজসেবামূলক কাজ করেন। কিন্তু এই বিচারপতি বিজেপিতে যোগ দিয়েছেন। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বড় পদ বা ক্ষমতা পেতে পারেন, এই লোভে। যখন বিচারপতি ছিলেন তখন বলতেন, দুর্নীতির বিরুদ্ধে নাকি লড়ছেন। অথচ দুর্বৃত্তরা আছে এমন দলেই যোগ দিলেন। তাঁর নীতিবোধ নিয়েই প্রশ্ন জাগে।’’