সিএএ নিয়ে বিক্ষোভ জামিয়াতে, আগাম নির্দেশিকা এল জেএনইউতে

প্রসঙ্গত, পুলিশ দিল্লির উত্তর পূর্ব অংশে একাধিক পয়েন্টকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে। প্রায় ৪৩টি হটস্পটকে চিহ্নিত করা হয়েছে

Must read

গোটা দেশজুড়ে গতকাল লাগু করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। সোমবার দেশ জুড়ে সিএএ (CAA) ২০১৯ কার্যকরা করা হয়েছে। চার বছর আগে এই আইন পাশ করা হয়েছিল। এরপর এতদিনে সেই আইনের নোটিফিকেশন জারি করা হল। ইতিমধ্যেই এই আইন কার্যকর করার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সম্ভাবনা প্রকট হয়ে উঠছে। জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসেও বিক্ষোভ শুরু হয়েছে। তবে অশান্তি এড়াতে দ্রুত সেখানে পুলিশ মোতায়েন করা হয়। জামিয়া কর্তৃপক্ষও নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমত জোরদার করার চেষ্টা করছে।

আরও পড়ুন-শনিবার শিয়ালদা লাইনে ১৩০ লোকাল ট্রেন বাতিল

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়েও আন্দোলন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । তাই আগাম সতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সিএএ-র প্রসঙ্গ না তুলে ছাত্র ভোটের কথা বলা হয়েছে। সংসদ ভোটের আগে অশান্তি এড়ানোর কথা স্পষ্ট করেই জানানো হয়। জেএনইউ যে নির্দেশিকা জারি করেছে সেখানে স্পষ্ট করেই লেখা হয়েছে, ক্যাম্পাসে ছাত্র ভোট উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে ছাত্র সংগঠনগুলি। ক্যাম্পাসে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য় প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। প্রশাসন ক্যাম্পাসে অশান্তি মানবে না। একেবারে জিরো টলারেন্স। অশান্তি হতে পারে এমন কোন কর্মসূচি থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন-শিলিগুড়িতে সিএএ এনআরসি নিয়ে প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, পুলিশ দিল্লির উত্তর পূর্ব অংশে একাধিক পয়েন্টকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করেছে। প্রায় ৪৩টি হটস্পটকে চিহ্নিত করা হয়েছে। সেই তালিকায় রয়েছে জাফরবাদ,ভজনপুরা, মুস্তাফাবাদ, সীলমপুরা, খাজুরিখাস, সীমাপুরী।

Latest article