শিলিগুড়িতে সিএএ এনআরসি নিয়ে প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার, দুপুরে হাবড়ায় সরকারি পরিষেবা প্রদান ও সভার পরে সরকারি শিলিগুড়ি (Siliguri) পৌঁছন মুখ্যমন্ত্রী (Chief Minister)।

Must read

মঙ্গলবার, দুপুরে হাবড়ায় সরকারি পরিষেবা প্রদান ও সভার পরে সরকারি শিলিগুড়ি (Siliguri) পৌঁছন মুখ্যমন্ত্রী (Chief Minister)। হাবড়ার (Habra) পরে, সেখানেও CAA লাগুর প্রতিবাদে তীব্র আক্রমণ করেন।

আরও পড়ুন-ওভারটেক করায় গুলি চালাল আরোহী, মৃ.ত বাইক চালক

এদিন শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “ক্যা (CAA) আমার পছন্দ নয়। কিছুদিন আগে আধার কার্ড ডি অ্যাক্টিভেট করা হচ্ছিল। মানুষের অধিকার চিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা কী করবেন সেটা আপনাদের ব্যাপার। আমার কাজ সতর্ক করা। সেটাই করছি। পাকিস্তান, আফগানিস্তানকে নেওয়া হল। পাঁচটা সম্প্রদায়কে রাখল, আর মুসলমানদের বাদ দিয়ে দিল, যেন তাঁদের কোনও অবদান নেই! সবাই মিলেমিশে থাকুন। আমায় কিছু বলার থাকলে বলুন। আমি কখনওই বলব না যে আমি ভুল করি না। কাজ করলে ভুল হতে পারে। আমি ভগবান নই।“

আরও পড়ুন-রাজস্থানে ভেঙে পড়ল যুদ্ধবিমান তেজস

তোপ দেগে মমতা বলেন, “অনেক দেশ যেমন আমেরিকায় ৫ বছর থাকার গ্রিন কার্ড দিয়ে দেওয়া হয়। কোথাও ১০ বছরে দেওয়া হয়, কোনও কোনও দেশে ৭ বছরে দিয়ে দেওয়া হয়। যদি আপনারা এই নিয়ম করতেন, জেলাশাসকের উপর দায়িত্ব দিতে পারতেন। যে এখানে ১০ বছর রয়েছে এমন কেউ আবেদন করলে এবং তাঁর সমস্ত নথিপত্র ঠিক থাকলে তাঁকে নাগরকত্ব দেওয়া যেতে পারে। সারা বিশ্ব যা করেছে, সেই আইন অনুসরণ করেনি। এটি মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার আইন, খুবই মারাত্মক। যদি বাবা মায়ের মৃত্যু হয়ে গিয়ে থাকে, তাহলে কী ভাবে জন্মের সার্টিফিকেট আনবেন?“

আরও পড়ুন-প্রয়াত লাভ স্টোরি অফ এ স্পাই’ খ্যাত প্রযোজক ধীরজ লাল শাহ

এর পরেই তোপ দেগে মমতা বলেন, CAA-NRC মানছি না, মানব না। ঘোষণা করেন, তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে বুধবার প্রতিবাদ মিছিল করেন তৃণমূল সুপ্রিমো। সবাইকে সেই মিছিলে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

Latest article