শনিবার শিয়ালদা লাইনে ১৩০ লোকাল ট্রেন বাতিল

পূর্ব রেল এই মর্মে জানিয়েছে,দমদম স্টেশনে ৫২ ঘণ্টা টানা নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। যার ফলে ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত হবে

Must read

পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে আগামী শনিবার অর্থাৎ ১৬ মার্চ শিয়ালদা ডিভিশনে (Sealdah division) ১৩৬টি ট্রেন বাতিল করে দেওয়া হল। শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-ব্যারাকপুর, শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-বারাসত, শিয়ালদা-দত্তপুকুর শাখার লোকাল ট্রেন-সহ শিয়ালদা ডিভিশনে মোট ১৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। শুধু তাই নয়, শনিবার ১৬ মার্চ শিয়ালদা ডিভিশনে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও বাতিল থাকছে।

আরও পড়ুন-শিলিগুড়িতে সিএএ এনআরসি নিয়ে প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের

পূর্ব রেল এই মর্মে জানিয়েছে,দমদম স্টেশনে ৫২ ঘণ্টা টানা নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। যার ফলে ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত হবে। রেলের তরফে যাত্রীদের বলা হয়েছে এই দু’দিন যেন ট্রেন বাতিলের কথা মাথায় রেখেই চলে যাত্রীরা। এই শাখায় মোট ৮৯২টি ট্রেন চলে। তার মধ্যে ৭৪৯টি ট্রেন চলবে। ৩৭ শতাংশ ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। লোকাল ট্রেন ছাড়াও শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস এই ৩টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর।

Latest article