সংবাদদাতা, জলপাইগুড়ি : জল্পেশ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ তিনি জল্পেশ মন্দিরে আসেন, সেখানে পুজো দেন। প্রায় আধ ঘণ্টা ধরে তিনি পুজো দেন। পূজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দল যে তাঁর প্রতি আস্থা রেখেছে তার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে দল তাঁর প্রতি আস্থা রেখেছিল, এবারও রাখল। দলের আস্থা যাতে নষ্ট না হয় তার জন্য তিনি নিজের পুরোটা দেবেন। তাঁর লোকসভা কেন্দ্রের সবগুলি এলাকায় তিনি যাবেন। প্রতিটি বাড়ি, অলিগলি তিনি গিয়ে দলের সমর্থনে প্রচার করবেন। রাজের সমস্ত জনমুখী প্রকল্পগুলি তুলে ধরবেন মানুষের কাছে। তাঁর বিশ্বাস, মানুষ তাঁদের দু’হাত ভরে আশীর্বাদ করবেন।
আরও পড়ুন-ক্যানসারের চিকিৎসায় নয়া দিশা কলকাতা মেডিক্যাল কলেজে, ৭ তলা নতুন ইউনিটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
এদিন পুজো দিয়ে সোজা জল্পেশ মেলায় গিয়ে তিনি জনসংযোগে অংশ নেন। সেখানে স্থানীয় দোকানদার এবং মেলায় বেড়াতে আসা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। জনসংযোগ সেরে তিনি সোজা শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের উদ্দেশে রওনা দেন। অন্যদিকে ব্রিগেডের সমাবেশের পর মঙ্গলবার সকালে তিনি ধূপগুড়ি পৌঁছন।