সবংয়ে আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র

আদিবাসী মানুষজনের জন্য সুখবর। তাঁদের জন্য ঝাড়গ্রাম জেলার পর এই প্রথম সবংয়ে তৈরি হচ্ছে আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র।

Must read

সংবাদদাতা, সবং : আদিবাসী মানুষজনের জন্য সুখবর। তাঁদের জন্য ঝাড়গ্রাম জেলার পর এই প্রথম সবংয়ে তৈরি হচ্ছে আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র। সবং ব্লকে এক নম্বর দেভোগ অঞ্চলে বেনেদিঘি স্কুলমাঠে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং সবংয়ের বিধায়কের উদ্যোগে আদিবাসী সাংস্কৃতিক সেন্টারটির দ্বারোদ্ঘাটন হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়ার সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন।

আরও পড়ুন-জল্পেশ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু প্রার্থী নির্মলের

সেন্টারটি তৈরিতে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে। অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, এসডিও পাতিল যোগেশ, অশোক রাও, মণীশ দাস, প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইয়া, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমি দাস, কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র, বিকাশ ভুঁইয়া, বাবুলাল মাইতি, বাদল বেরা প্রমুখ। এই সেন্টারটি চালু হয়ে গেলে সবং, ডেবরা, পিংলা, ময়না, পটাশপুরের মানুষজন আসতে পারবেন।

Latest article