হিংসাত্মক ঘটনার মামলার স্টেটাস রিপোর্ট তলব

মণিপুরে দীর্ঘদিনের অশান্তি-অস্থিরতার কারণ যে আসলে সেই রাজ্যের সরকারেরই চরম ব্যর্থতা, তা স্পষ্ট বুঝিয়ে দিল শীর্ষ আদালত

Must read

প্রতিবেদন : মণিপুরে দীর্ঘদিনের অশান্তি-অস্থিরতার কারণ যে আসলে সেই রাজ্যের সরকারেরই চরম ব্যর্থতা, তা স্পষ্ট বুঝিয়ে দিল শীর্ষ আদালত। মণিপুরের পরিস্থিতি নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আদালত নিযুক্ত গীতা মিত্তল কমিটির রিপোর্টে মণিপুরের অবস্থা এখনও যথেষ্ট উদ্বেগজনক বলে মন্তব্য করা হয়েছে। ফলে উদ্বেগপ্রকাশ করেছে শীর্ষ আদালতও।

আরও পড়ুন-পরিবারতন্ত্র নয়, মানুষতন্ত্র করি, কড়া বার্তা দলনেত্রীর

বুধবার অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকে আদালত সরাসরি জানিয়ে দিল, আইনশৃঙ্খলা রক্ষা সরকারের কাজ। মণিপুরের আইন-শৃঙ্খলার লাগাতার অবনতির প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মনোভাব যে অত্যন্ত কড়া তা এর থেকেই পরিষ্কার। শুধু তাই নয়, মণিপুরের পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। গতবছর থেকে চলে আসা বিভিন্ন হিংসাত্মক ঘটনার ব্যাপারে দায়ের হওয়ার মামলার স্ট্যাটাস রিপোর্টও জানতে চেয়েছে শীর্ষ আদালত। মণিপুর সরকার, সিবিআই এবং এন আই-কে আদালতে পেশ করতে হবে এই রিপোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চে বুধবার উঠেছিল এই মামলা। প্রধান বিচারপতির মন্তব্য, আমরা জানতে চাই, কতগুলো মামলা বিচারের জন্য উপযুক্ত।

আরও পড়ুন-সিএএ রাজনৈতিক গিমিক এরপর করবে এনআরসি

লক্ষণীয়, গত বছরের মে থেকেই অশান্তির আগুন জ্বলছে মণিপুরে। এই পাহাড়ি রাজ্যে মহিলাদের যেভাবে অসম্মান হয়েছে তা নিঃসন্দেহে দেশের লজ্জা। কিন্তু দোষীদের শাস্তি দিয়ে জনগণের আস্থা ফেরাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে রাজ্যের গেরুয়া সরকার। প্রধানমন্ত্রীর উদাসীনতাও প্রকৃত অর্থেই রহস্যজনক। এবার শীর্ষ আদালতের কড়া ধমকের
মুখে সরকার।

Latest article