প্রতিবেদন : বাড়ি বাড়ি পানীয় জলের (Drinking Water) সংযোগ দেওয়ার ক্ষেত্রেও দেশের প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতকে টপকে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। কেননা চলতি মাসে দেশের মধ্যে বাংলা দ্বিতীয় হয়েছে সব থেকে বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে।
দেশের সব রাজ্যকে জল জীবন মিশন প্রকল্পের কাজে গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সেইমতো মার্চ মাসের শুরু থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে দেশের সব রাজ্য। চলতি মাসে কেন্দ্রের দেওয়া রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে বাড়ি বাড়ি পানীয় জলের (Drinking Water) সংযোগ দেওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে। পিছনে পড়ে গিয়েছে গুজরাত, ত্রিপুরা, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি। কেন্দ্রের রিপোর্ট বলছে, ১ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত দেশের মধ্যে সব থেকে বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দিয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। তারপরেই রয়েছে বাংলা। এখানে রাজ্য সরকার ১ লক্ষ ৪৩ হাজার ১৩৬টি বাড়িতে পানীয় জলের সংযোগ দিয়েছে। ৩৯ হাজার ৪৬৬টি বাড়িতে জল পৌঁছে তামিলনাড়ু তৃতীয় স্থানে রয়েছে। ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলি পরে রয়েছে। এরাজ্যে বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনা প্রথম স্থানে রয়েছে। ১৩ দিনে এই জেলায় ৩১ হাজার ৯৫২টি বাড়িতে জল পৌঁছে দেওয়া গিয়েছে। ১৩ হাজার ৬৭৬টি বাড়িতে জল পৌঁছে পূর্ব বর্ধমান দ্বিতীয় স্থান দখল করেছে। উত্তর ২৪ পরগনা তৃতীয় স্থানে রয়েছে। এই জেলায় ১১ হাজার ৮৩৫টি বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে। নবান্নের লক্ষ্য, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে অধিকাংশ জেলায় এই প্রকল্পের কাজ শেষ করা। কিছু জায়গায় জমিজটে প্রকল্পের কাজে সমস্যা হয়েছিল। সেই সমস্যা মিটে গিয়েছে। প্রতিটি জেলাতেই তাই কাজের গতি বেড়েছে। জল জীবন মিশন প্রকল্পের শুরু থেকে বাংলায় এখনও পর্যন্ত ৭৯ লক্ষ ৩৬ হাজার ৫৯০টি বাড়িতে জল পৌঁছে গিয়েছে। মোট ১ কোটি ৭৫ লক্ষ ৯ হাজার ৬২৯টি বাড়িতে সংযোগ দেওয়ার টার্গেট নেওয়া হয়েছিল। টার্গেটের কাছাকাছি রাজ্য পৌঁছে গিয়েছে রাজ্য। নদিয়ার প্রায় ৮০, পশ্চিম বর্ধমানে ৬৩, উত্তর ২৪ পরগনায় ৫৭ শতাংশ বাড়িতে জল পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন- নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশে ‘অড ডট সেলফি’ আন্দোলন