নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশে ‘অড ডট সেলফি’ আন্দোলন

Must read

প্রতিবেদন : রূপচর্চার অনুষঙ্গ দিয়েই প্রতিবাদের স্বর তৈরি। নারী নির্যাতনের প্রতিবাদে এক অভিনব আন্দোলনের ডাক উঠেছে বাংলাদেশে। নারী নিজেই অনন্যা। কিন্তু নিজের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ কতটা অনন্য হয়ে উঠতে পারে তা বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের ‍‘অড ডট সেলফি’ (Odd Dot Selfie) আন্দোলন। নারী সৌন্দর্যের অন্যতম প্রতীক কপালের টিপকে এবার নারী নির্যাতনের প্রতিবাদে হাতিয়ার করে তুললেন বাংলাদেশের মহিলা সমাজের একাংশ। সেই তালিকায় জুড়ে গেল একাধিক সেলিব্রিটির নামও। রয়েছেন অভিনেত্রী জয়া এহসান, রাফিয়াত রশিদ মিথিলা, নুসরত ইমরোজ তিশার মতো নামী অভিনেত্রীরা।
আন্তর্জাতিক নারীদিবস থেকেই সমাজমাধ্যমে অভিনব প্রতিবাদ দেখা যাচ্ছে। বাংলাদেশি মহিলাদের নিজস্বীতে কপালের লাল টিপটি মাঝখান থেকে একটু সরে একদিকে বসেছে। এই ইচ্ছাকৃত বদল আসলে প্রতিবাদের ভাষা। সঙ্গে হ্যাশট্যাগ হিসেবে লেখা ‘অড ডট সেলফি’ (Odd Dot Selfie)। আন্দোলনকারীদের বক্তব্য, বাংলাদেশে যেভাবে দিনের পর দিন নারী নির্যাতন বেড়ে চলেছে, সেই অনুপাতে প্রতিবাদের আগুন জ্বলছে না। মেয়ে মানেই যেন তাঁকে সবকিছু চুপ করে সহ্য করতে হবে। সমাজ যেন এই ভাষ্যই দিতে চায়। এরই প্রতিবাদে নারীদের সুরক্ষার দাবিতে বাংলাদেশের ‘মঙ্গলদীপ ফাউন্ডেশন’ প্রতিবাদের প্রতীক হিসেবে ‍‘টিপ’কে বেছে নেওয়ার অভিনব উদ্যোগ নিয়েছে। ‍‘অড ডট সেলফি’ প্রসঙ্গে জয়ার মন্তব্য, নারীর ক্ষমতায়নের জন্যই এরকম একটা উদ্যোগে অংশ নেওয়া। তাঁদের সঙ্গে একাত্ম হওয়ার একটা প্রকাশ মাত্র। নির্যাতনের জেরে রক্তাক্ত হচ্ছে নারীর সৌন্দর্য। কিন্তু সে কথা ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে রাখা হচ্ছে। তাই বাংলাদেশ থেকে এই আন্দোলন ছড়িয়ে পড়ুক অন্যান্য দেশেও, আশাবাদী অভিনেত্রী। অভিনেত্রী মিথিলার মতে, নারীদের উপর নির্যাতন শুধুমাত্র ‘গার্হস্থ্য হিংসা’র মধ্যে আটকে নেই। রাস্তা ঘাটে বা গণ পরিবহণেও নারীদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। সমাজমাধ্যমেও কটাক্ষ কম হচ্ছে না। এখন আর বিষয়টা তারকাদের মধ্যে আটকে নেই, প্রায় প্রত্যেক সাধারণ মহিলার সঙ্গে এই ঘটনা ঘটছে। তাই প্রতিবাদ হওয়া দরকার। মিথিলা নিজে একজন সমাজকর্মী। ব্যক্তিগত স্তরেও বিভিন্ন সময়ে নারী ক্ষমতায়নের পক্ষে সমাজমাধ্যমে বার্তা দিতে দেখা গেছে তাঁকে। সমীক্ষা বলছে, বাংলাদেশে প্রতি তিনজন মহিলার মধ্যে একজন নির্যাতনের শিকার। নারী নির্যাতনের পরিসর শুধুই বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তেই রয়েছে বলে মনে করেন মিথিলা। তাই পুরুষ বিদ্বেষী হওয়া নয়, নারী-পুরুষ দু’জনকেই যথাযথ সম্মান দেওয়াটাই কাঙ্ক্ষিত। এমনটাই বলছেন বাংলাদেশের তারকারা। তাঁদের দাবি, মেয়েরা বাঁচুক পূর্ণ মর্যাদায়।

আরও পড়ুন- গর্জনই সার, ডায়মন্ড হারবার থেকে পালিয়ে গেল আইএসএফ

Latest article