গর্জনই সার, ডায়মন্ড হারবার থেকে পালিয়ে গেল আইএসএফ

Must read

প্রতিবেদন : তর্জন-গর্জনই সার হল। ভোট আসতেই লেজ গুটিয়ে পালালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবারে (Diamond Harbour) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন বলে হম্বিতম্বি করেছিলেন। কিন্তু সময় আসতেই ভয় পেয়ে পালালেন নওশাদ। এভাবেই ভোটের আগেই কার্যত হার স্বীকার করে নিয়ে আইএসএফ বিধায়ক জানিয়ে দিলেন ডায়মন্ড হারবারে তিনি প্রার্থী হচ্ছেন না।

আরও পড়ুন- একাদশ-দ্বাদশের পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন

বামেদের সঙ্গে আলোচনার পর ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রটি সিপিএমের জন্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফের নেতৃত্ব। এই সিদ্ধান্তে প্রমাণিত হল, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে ভয় পাচ্ছেন। তাই লড়াইয়ের ময়দান থেকে তিনি পিছু হটলেন। সাহস দেখাতে পারলেন না অভিষেকের বিরুদ্ধে নির্বাচনী যুদ্ধে নামার। এমনকী সিদ্ধান্ত নেওয়া হল ডায়মন্ড হারবারে কোনও প্রার্থীই দেবে না আইএসএফ। বামেদের সঙ্গে আলোচনায় শেষপর্যন্ত রাজ্যে আটটি আসনে লড়তে চলেছে আইএসএফ। সেই তালিকায় নেই ডায়মন্ড হারবার। আইএসএফের তরফে জানান হয়েছে, প্রথম ২০টি আসনে লড়াই করতে চাইলেও দফায় দফায় আলোচনার শেষে আটটি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আইএসএফ লড়বে উত্তর ২৪ পরগনার বারাসত, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ও যাদবপুরে। বাকি চারটি আসন অন্য জেলায়।
এদিকে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করতে এখনও ব্যর্থ সিপিএম তথা বামফ্রন্ট। কংগ্রেসের জন্য আসন ছেড়ে রেখেই আপাতত ১৬ আসনে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। রাজ্যে এখনও দিশাহীন সংযুক্ত মোর্চা। তাদের নির্বাচনী ভবিষ্যৎও বিশ বাঁও জলে।

Latest article