‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-দক্ষিণ কলকাতায় নির্বাচনে মার্জিন দ্বিগুণ করতে পরামর্শ দিলেন নেতৃত্ব
মুক্ত
সুদীর্ঘ পথের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে
হয়ে উঠেছিলো উদ্ভাসিত
দিবসের শেষ সূর্য
সে দেখেছিলো।
যাচ্ছিলো চেতনার ভ্রমণপথে
জমে থাকা ভবিষ্যতের
দরজায় হাঁক দিতে
অবসন্ন সন্ধ্যা ক্লান্তিতে।
বিষাদ বিকীর্ণ মনের বোঝা
ঝেড়ে ফেলতে চায় সে
অবক্ষয় চূর্ণীতে বিশ্বাস নেই
বিশ্বাস করছে প্রগতিতে।
প্রজ্ঞানন্দ ভবনে সে যায়নি
ভাবনার দীর্ঘপথে দীর্ঘস্থায়ী সে
এক চিন্তক জীবন তার
পরিবর্তন এখন ভ্রমণতীর্থ তার।
চিন্তনে-মননে-দর্পণে
টান পড়েছে এই অগ্রহায়ণে
ঝরে পড়েছে হেমন্তে ঝরাপাতা
বসন্তের হোলিতে সে মুক্ত।
নবরূপে আসবে সে
শুভ বৈশাখে
পবিত্র কর্মপণ
তুমি মুক্ত ভবিষ্যতে।